অনুপ্রবেশকারী ও জাল পাসপোর্ট মামলায় তদন্ত শেষে ইডির জালে অভিযুক্ত দিব্যেন্দু
After extensive investigation in the infiltration and fake passport cases, accused Dibyendu is caught by the ED.

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: অনুপ্রবেশ ও পাসপোর্ট জালিয়াতি কান্ডে এবার তৎপর ইডি। রবিবার চাকদা থানার অন্তর্গত তাতলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্তপুরের বাসিন্দা দিব্যেন্দু রায়ের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকেরা। অনুপ্রবেশকারী ও জাল পাসপোর্ট মামলায় দফায় দফায় তদন্ত শেষে নদিয়ার চাকদা থেকে দুলাল হালদারের ভাগ্নে দিব্যেন্দু রায়কে নিজের বাড়ি থেকে গ্রেফতার করলো ইডির আধিকারিকেরা।
দিব্যেন্দু রায়ের বিরুদ্ধে অবৈধভাবে পাসপোর্ট বানানোর অভিযোগ রয়েছে,সম্প্রতি এই কান্ডের তদন্তে চাকদা থানার অন্তর্গত ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেতাজী বাজার শিবপুরের বাসিন্দা ইন্দ্রভূষণ হালদার ওরফে দুলাল হালদারের বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকেরা,তবে সেই সময়
দুলাল হালদার বাড়িতে ছিলেন না,দীর্ঘ সাত ঘন্টা তল্লাশি চালানোর পাশাপাশি দুলাল হালদারের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন ইডি আধিকারিকেরা,এরপর সেখান থেকে বেরিয়ে যান তারা,সেই সূএ ধরেই দুলাল হালদারের ভাগ্নে দিব্যেন্দু রায়ের বাড়িতে রবিবার হানা দেন ইডির আধিকারিকেরা,এমনটাই সূএের খবর।।
জানা গিয়েছে, দিব্যেন্দু রায়ের বাড়িতে একটি স্টুডিও ও সাইবার ক্যাফে রয়েছে, অভিযোগ এই স্টুডিওতে পাসপোর্টের ফর্ম ফিলাপের কাজ চলতো,এদিকে ইডির এই তল্লাশি অভিযান নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্ন এড়িয়ে যান দিব্যেন্দু রায়ের দাদা দীপঙ্কর রায়,গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এরপর রবিবার রাতে তল্লাশি শেষে গ্রেফতার করা হয় দিব্যেন্দু রায়কে। এই তল্লাশি থেকে পাসপোর্ট জালিয়াতি কান্ডের তদন্তে কোনো নয়া মোড় উঠে আসে কি না এখন সেটাই দেখার।