Uncategorizedরাজ্যের খবর

প্রাইভেট গাড়িকে সজোরে ধাক্কা ১০ চাকার লরির, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

A 10-wheeler lorry rammed a private vehicle in a high-traffic area

The Truth Of Bengal : একটি প্রাইভেট গাড়ি ও লরির সংঘর্ষে আহত ৩। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর সংলগ্ন শান্তিপুর থানা এলাকার বেলেডাঙ্গা মোড়ে।গাড়ি চালকের দাবি, তারা রবিবার সকাল ১০টা নাগাদ কৃষ্ণনগর থেকে হালিশহর যাওয়ার জন্য বেরিয়েছিলেন।

অভিযোগ একটি লড়ি পাশ কাটিয়ে বেরিয়ে যায়, কিন্তু পেছন দিক দিয়ে একটি ১০ চাকার লড়ি তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে ক্ষতিগ্রস্থ হয়েছে প্রাইভেট গাড়িটি।

ঘটনায় আহত হয় ওই মারুতি তে বসে থাকা ৩ ব্যাক্তি।স্থানীয়দের সহায়তায় তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।ক্ষতিগ্রস্থ প্রাইভেট গাড়ি ও ঘাতক লরিটিকে উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Free Access