দেশ

উত্তরাখণ্ডে হেলিকপ্টার ভেঙে মৃত্যু ৫, শোকপ্রকাশ উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রীর

5 killed in helicopter crash in Uttarakhand, Uttarakhand Chief Minister expresses grief

Truth of Bengal: যাত্রী সমেত ভেঙে পড়ল হেলিকপ্টার। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হল ছয় জনের। গুরুতর আহত একজন। জানা গিয়েছে, হেলিকপ্টারে ৬ জন যাত্রী এবং পাইলট ছিলেন। দেরাদুন থেকে হর্সিল হেলিপ্যাড যাচ্ছিল হেলিকপ্টারটি। হর্সিল হেলিপ্যাড থেকে গাড়িতে করে ৩০ কিমি দূরে গঙ্গনানি যাওয়ার কথা ছিল পর্যটকদের।

হর্সিল হেলিপ্যাডে পৌঁছনোর আগেই  বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ উত্তরকাশীতে ভাগীরথী নদী লাগোয়া একটি এলাকায় কপ্টারটি ভেঙে পড়ে। আর তখনই ঘটে বিপত্তি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। সেইসঙ্গে  উত্তরকাশীর জেলাশাসকও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও। হতাহতরা বেশিরভাগজনই হলেন পর্যটকেরা। দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ঘটনাস্থলেই চার জন পর্যটকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁদের মৃত্যু হয়েছে। নিহত ছয়জনের মধ্যে পাঁচজন নারী পর্যটক। নিহতরা হলেন কালা সোনি (৬১), বিজয়া রেড্ডি (৫৭), মুম্বইয়ের রুচি আগরওয়াল (৫৬), উত্তরপ্রদেশের রাধা আগরওয়াল (৭৯) এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বেদবতী কুমারী (৪৮)। সেইসঙ্গে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাটের ৬০ বছর বয়সী পাইলট রবিন সিংয়ের।অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ৫১ বছর বয়সী ভাস্কর আহত হয়ে চিকিৎসাধীন। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের একাধিক ছবি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে ভেঙে পড়ার পর হেলিকপ্টারটি দুমড়ে মুচড়ে গিয়েছে।


উত্তরাখণ্ডের এই বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, ‘দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি হোক।  শোকসন্তপ্ত পরিবারগুলিকে জানাই সমবেদনা। প্রশাসনের তরফে আহতদের সম্ভাব্য সমস্ত সহায়তা দেওয়া হবে।গোটা পরিস্থিতির দিকে নজর রয়েছে। আমি আধিকারিকদের সঙ্গে যোগাযোগে রয়েছি। ’ সেইসঙ্গে দুর্ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। তবে কি কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়ল তা এখন স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেই সেটি ভেঙে পড়ে। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। বলা বাহুল্য, পর্যটক বোঝাই হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা প্রথম নয়। এরআগেও দেশের একাধিক জায়গাতেই ঘটেছে এমন ঘটনা। বারবার একই ঘটনার জেরে হেলকপ্টারের যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

Related Articles