Uncategorized

চেন্নাইয়ের বিজয়রথ থামিয়ে আইপিএলে প্রথম জয় পেল দিল্লি ক্যাপিটালস।

Delhi Capitals get their first win in IPL by stopping "Vijayarath" of Chennai.

Truth Of Bengal:IPL2024: চেন্নাইয়ের বিজয়রথ থামিয়ে আইপিএলে প্রথম জয় পেল দিল্লি ক্যাপিটালস। ১৯২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৭১ রানেই থেমে যায় দিল্লির ইনিংস। অজিঙ্কা রাহানে, ডারেল মিচেল, মহেন্দ্র সিং ধোনি চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু শেষরক্ষা করতে পারলেন না। বিশাখাপত্তনমে প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও ঋষভ পন্থের জোড়া অর্ধ শতরানের সৌজন্যে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। জয়ের জন্য খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই। প্রথম ওভারেই খলিল আহমেদের বলে ঋষভের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ। নিজের পরের ওভারে চেন্নাইয়ের আর এক ওপেনার রাচিন রবীন্দ্রকে ফেরান খলিলই। সাত রানে দুই উইকেট খুঁইয়ে চাপে পড়ে যায় চেন্নাই। তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে টেনে তোলেন অজিঙ্কা রাহানে ও ড্যারিল মিচেল। দুজনে জুটি বেঁধে ৬৮ রান যোগ করেন। মিচেলকে ফিরিয়ে জুটি ভাঙেন অক্ষর পটেল।

এর পরে শিভম দুবের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রাহানে। কিন্তু ১৪ তম ওভারে বল করতে এসে চেন্নাইকে জোড়া ধাক্কা দেন মুকেশ কুমার। তৃতীয় বলে ফিরিয়ে দেন রাহানেকে। পরের বলে সমীর রিজভিকেও সাজঘরের পথ ধরান। ওই ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি চেন্নাই। জয়ের জন্য ওভার পিছু রান রেট লাগাতার বাড়তে থাকায় চাপে পড়ে যায় শিভম দুবে ও রবীন্দ্র জাদেজারা। বড় শট খেলতে গিয়ে মুকেশ কুমারের বলে ত্রিস্তান স্টাবসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন শিভম। তাঁর আউটের সঙ্গে সঙ্গেই চেন্নাইয়ের জয়ের আশা শেষ হয়ে যায়। আট নম্বরে নেমে মহেন্দ্র সিং ধোনি মরিয়া হয়ে একটা চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু উল্টোদিকে থাকা রবীন্দ্র জাদেজার মধ্যে জয়ের কোনও খিদেই দেখা গেল না। শেষ পর্যন্ত ১৭১ রানে থামল চেন্নাইয়ের ইনিংস।

Related Articles