ভ্রমণ

কোলাহল মুক্ত মনোরম বেলাড়ি গ্রাম

West Bengal Tourism

The Truth of Bengal: রাজ্যজুড়ে শীতের আমেজ। এই ভরা শীতেও কিছু দিন অন্তর অন্তর বৃষ্টি, শহর থেকে জেলায়। এই মরশুমে হুগলী নদীর তীরে গিয়ে আপনি চাইলে আপনার সঙ্গীর সঙ্গে বসে আড্ডাও দিতে পারেন। একেবারে নিরিবিলি পরিবেশে নদীর ধারে বসে হাওয়া খেতে মোটেই মন্দ লাগবেনা আপনার। আর এই হুগলী নদীর তীরেই রয়েছে বেলাড়ি গ্রাম। এই গ্রামের মনোরম পরিবেশ আপনাকে আকর্ষণ করবে।

শহরের কোলাহল থেকে সবুজ বনানী ঘেরা এই ছোট্ট গ্রামে এসে আপনার সারা সপ্তাহের ক্লান্তি অনায়াসে দূর হয়ে যাবে। একেবারে গ্রাম্য পরিবেশে দুধারে সবুজ গাছের ফাঁকে ফাঁকে বসে থাকতে দেখবেন নানা পাখি। তাদের মিষ্টি মধুর কলতান শুনতে বেশ ভালো লাগবে আপনার। অনেকে হয়ত জানেন না এই বেলাড়ি গ্রামের কথা। যারা কলকাতা থেকে কাছাকাছি ঘুরতে যেতে চান তারা একবার ঘুরে আসতেই পারেন হুগলী নদীর তীরে অবস্থিত এই বেলাড়ি গ্রামে।

হুগলী নদীর পাড়ে এসে বসলে আপনি দখবেন অনেক ছোট বড় নৌকা নদীর বুকে ভেসে বেড়াচ্ছে। শুধু হুগলী নদীর সৌন্দর্য নয়, এখানে আছে বেলাড়ি রামকৃষ্ণ আশ্রম। নানা রঙের ফুলের সমাহার দেখা যাবে এই আশ্রমের ভিতরে। সপ্তাহান্তের ছুটিতে ট্রেনে করে পৌঁছে যান উলুবেড়িয়া স্টেশন। সেখান থেকে টোটো করে পৌঁছে যান বেলাড়ি গ্রামে। এছাড়াও চাইলে আপনি সড়কপথেও যেতে পারেন।

Related Articles