ভ্রমণ

এক দিনের ছুটিতে ঘুরে আসুন বসিরহাট মহকুমার সংগ্রামপুরের দক্ষিণা কালী মন্দির থেকে

Visit the Dakshina Kali Temple in Sangrampur, Basirhat Subdistrict

Truth of Bengal: ‘কালী নামে দাওরে বেড়া ফসলে তছরুপ হবেনা’ বাংলার নানা প্রান্তে কালী ঠাকুরের মহিমা রয়েছে। সেই রকমই মহিমা রয়েছে বসিরহাট মহকুমার সংগ্রামপুরের দক্ষিণা কালী মন্দিরে। সারা বছরই এখানে চলে নিত্য পুজো, মাকে প্রতিদিন নিত্যনতুন ভগ নিবেদন করা হয়। বছরের বিভিন্ন সময় ভক্তরা নিজের মনের সুপ্ত বাসনা নিয়ে উপস্থিত হন মায়ের কাছে। তিনি শ্মশানকালী এক হাতে ধরে আছে খড়গ। গলায় তাঁর মুণ্ডমালা। পদতলে রয়েছেন দেবাদিদেব মহাদেব। তিনি আসলে আদি শক্তি মহামায়ার রুদ্ররুপের প্রতীক।

কালী নিয়ে নানা অঞ্চলে নানা মত প্রচলিত। শক্তিপীঠ, সতীপিঠ সব জায়গায় মা কে নিজের সুপ্ত বাসনা জানানোর জন্য পৌঁছে যান ভক্তরা। আর এইরকমই এক জাগ্রত মন্দির রয়েছে বসিরহাটে। বসিরহাট মহকুমার সংগ্রামপুরের দক্ষিণা কালী ভীষণ জাগ্রত। কথিত আছে এই গ্রামের ১ মাইলের মধ্যে কেউ অন্য কোন কালী মূর্তি পুজো করলে সে সর্বহারা হবে। কেবল কথিত নয়, এর প্রমাণও রয়েছে গ্রামবাসীদের কাছে, একদা এক ব্যবসায়ী এই অঞ্চলের ১ মাইলের মধ্যে কালীপুজো শুরু করেন।

তার কিছুদিনের মধ্যেই সর্বস্বান্ত হন তিনি। এর পর থেকেই ১ মাইলের মধ্যে কেউ পুজো করার সাহস করেনি। ইছামতীর নদীর উত্তরপারে রয়েছে মায়ের এই জাগ্রত মন্দির। মন্দিরে মায়ের পুজো প্রায় ৫০০ বছরের পুরনো। প্রথম দিকে এই পুজো অন্য কেউ শুরু করলেও পরের দিকে বংশপরম্পরায় শ্যামাচরণ চক্রবর্তীর বংশ ধরেরা এই পুজো নিষ্ঠা ভরে করে আসছন। এই মন্দিরে মা দক্ষিণা কালী রূপে বিরাজমান। নিত্য পুজোর পাশাপাশি চলে ভোগের আয়োজন। ভোগের মেনুতে প্রত্যেক দিন আলাদা আলাদা পদ থাকে।

ভোগের মধ্যে কখনও থাকে লুচি, কখনও থাকে খিচুড়ি, কখনও আবার ফল পায়েস আরও কত কি। কালীপূজোর সময় এই মন্দিরে ভক্তদের ভিড় ঢলে পড়ে। এই মন্দিরে এসে পুজো দিয়ে বহু মানুষের মনস্কামনা পূরণ হয়। মন্দিরের একপাশে যেমন দক্ষিণা কালী রয়েছে অন্য দিকে রয়েছে শিবের মূর্তি, হনুমানের মূর্তি। শিয়ালদহ থেকে বসিরহাট যাওয়ার ট্রেন আছে, অথবা চাইলে আপনি বাসেও যেতে পারেন বসিরহাট। তাই কোন কারণে যদি মন বিচলিত হয়ে আছে তাহলে অবশ্যই ঘুরে আসুন সংগ্রামপুরের এই দক্ষিণা কালী মন্দির থেকে। দেখবেন মন্দিরের শান্ত পরিবেশ আর মায়ের অপার লীলা আপনার চঞ্চল মনকে নিমিষে শান্ত করে তুলবে।

Related Articles