সবুজ শ্যামলে ঢাকা ভুলোমনাদের গ্রাম ! নাম শুনেছেন কখনো? চলুন ঘুরে দেখা যাক
The village covered with green grass! Ever heard the name? Let's take a look

ভুলোমনাদের গ্রাম
১) এই বিশ্বে এমনও এক গ্রাম আছে যেখানে কেবল ভুলো মনের মানুষজন থাকতে পারেন।
২) ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের সাধারণ কথাও ভুলে যাওয়া, কোনও স্মৃতি সেভাবে মনে রাখতে না পারা, ভাবার ক্ষমতা কমে যাওয়া বা কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার মত সমস্যা হয়।
৩) স্মৃতিভ্রংশ রোগে আক্রান্তদের স্বাভাবিকভাবে বাঁচার উপায় বাতলে দিতে নেদারল্যান্ডসে একটি আলাদা গ্রাম তৈরি করা হয়েছে। আমস্টারডাম থেকে খুব দূরে নয় হজওয়ে নামে সেই গ্রামটি।
৪) এখানে সাধারণ জীবনযাপনের জন্য সব সুযোগসুবিধা রয়েছে। রয়েছে রেস্তোরাঁ, দোকানপাট, সিনেমা হল, স্যালোঁ সবই। আর পাঁচটা গ্রামের থেকে এদিক থেকে তা আলাদা না হলেও হজওয়ের একটি আলাদা বৈশিষ্ট্য আছে। এখানে শতাধিক ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষজন থাকেন। তাই একে ডিমেনশিয়া গ্রাম বলে ডাকা হয়।
৫) এটি গ্রাম, কিন্তু গ্রাম নয়। আদপে এটি গ্রামের মত দেখতে একটি নার্সিং হোম। এখানে যে দোকানপাট, সিনেমা হল, রেস্তোরাঁ এবং আরও নানা সুবিধা রয়েছে, সেখানে কর্মরত সকলেই কিন্তু স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত নয়। আছেন ডাক্তার এবং নার্সরাও।
৬) ডাক্তার ও নার্সরা ডিমেনশিয়া আক্রান্ত রোগীদের বুঝতে দেন না যে তাঁদের এভাবে চিকিৎসা চলছে।
৭) ডিমেনশিয়া রোগীদের চিকিৎসার এমন অভিনব চিকিৎসা বন্দোবস্ত করার জন্য গোটা বিশ্বে সমাদৃত হজওয়ে নামে গ্রামটি।