ভ্রমণ

নয়া সাজের অপেক্ষায় টাকি

Taki Tourisam  

The Truth of Bengal: ভারত-বাংলাদেশ সীমান্তে ইছামতী নদীর পাড়ে ছোট্ট এক চিলতে শহর। প্রাকৃতিক সৌন্দর্য যেমন রয়েছে, তেমনই রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। রায়চৌধুরী, মুন্সি, টাকি পুবের বাড়ি সহ একাধিক জমিদার বাড়ি রয়েছে উত্তর ২৪ পরগনার সীমান্ত শহর টাকিতে। বহুদিন ধরেই পর্যটকদের কাছে উইকএন্ডের গন্তব্য, টাকি শহর।

আর এই শহরকে ঢেলে সাজাতেই নয়া পদক্ষেপ করছে পর্যটন দফতর। বর্তমানে টাকির যা উন্নয়ন হয়েছে, তাতে খুশি পর্যটেকেরা। আগামী দিনে এক উন্নয়ন হলেও আরও পর্যটক যে আসবে, তা নিয়ে আশাবাদী ভ্রমণ পিপাসুরা।২০২২ সালের ৩০ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন সফরে এসেছিলেন। সেই সময় সুন্দরবনের পর্যটন কেন্দ্রকে আরও বেশি আকর্ষণীয় করে তুললে প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন।

শনিবার টাকিতে আসেন রাজ্য পর্যটন দফতরের সচিব নন্দিনী চক্রবর্তী। উত্তর ২৪ পরগনা জেলা শাসক শরৎকুমার দ্বিবেদী। উত্তর ২৪ পরগনা অতিরিক্ত জেলা শাসক প্রীতি গোয়েল এবং বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়।

Related Articles