Shiulibona Offbeat Tourism: শহুরে ক্লান্তি দূর হবে এক নিমিষে! জঙ্গলমহলের বুকে লুকিয়ে থাকা শিউলিবোনা
বহু প্রাচীন এই অঞ্চল। এখানে আসলে প্রকৃতিকে নিবিড় ভাবে উপভোগ করা যায়।
Truth of Bengal: জঙ্গলমহলের জেলা বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কোলে অবস্থিত সবুজে ছাওয়া অচিন গ্রাম শিউলিবোনা। শহুরে নাগরিক জীবনযাপনে ক্লান্ত লাগলে আপনার গন্তব্য হতে পারে অফবিট পর্যটন কেন্দ্র শিউলিবোনা। বাঁকুড়া স্টেশন থেকে ৩০ কিলোমিটার দূরে শুশুলিয়া পাহাড়ের কোলে অবস্থিত শিউলিবোনা। বহু প্রাচীন এই অঞ্চল। এখানে আসলে প্রকৃতিকে নিবিড় ভাবে উপভোগ করা যায়। পাখিদের স্বর্গরাজ্য। পাখিদের কলরবে মুখরিত চারপাশ।
বাঁকুড়া স্টেশন থেকে ছাতনা হয়ে শিউলিবোনা যাওয়ার পথে দেখে নেওয়া যায় বাসুলি মন্দির। যত পথ এগোবে ততই বদলে যাবে চারপাশের দৃশ্য। শিউলিবোনা থেকে দেখে আসতে পারেন শুশুনিয়া পাহাড়। পাহাড়ের গায়ে খোদাই করা রয়েছে রাজা চন্দ্রবর্মণের শিলালিপি। রাজা চন্দ্রবর্মণ ছিলেন রাজা সিংহবর্মণের ছেলে। গুপ্ত সাম্রাজ্যের আগে পুষ্করণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন রাজা সিংহবর্মণ।
পাহাড়ের গায়ে খোদাই করা শিলালিপির সংরক্ষণের দায়িত্বে রয়েছে ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগ। বাঁকুড়া বা ছাতনা স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে আসা যায় শিউলিবোনা। থাকার জন্য রয়েছে রিসর্ট, ইয়ুথ হস্টেল।






