
The Truth of Bengal, Mou Basu: বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম আমাদের দেশের গর্ব তাজমহলের মাথায় ফের উঠল শ্রেষ্ঠত্বের শিরোপা। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে তাজমহল “Most Instagrammed Cultural Heritage Site in the World” এর তকমা পেয়েছে। “ভালোবাসার প্রতীক” আগ্রার তাজমহল ২,৩৯১,৬৮৯ মিলিয়ন হ্যাশট্যাগ পেয়েছে। যা বাকি সব ঐতিহ্যবাহী স্থানের চেয়ে বেশি।
ইনস্টাগ্রামে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানের তালিকায় তাজমহলের পরে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্সের ভার্সেই প্রাসাদ। তৃতীয় স্থানে আছে আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি। ইনস্টাগ্রামে ভার্সেই প্রাসাদ পেয়েছে ২,২৯৯,৭৯৪টি হ্যাশট্যাগ। স্ট্যাচু অফ লিবার্টি পেয়েছে ২,২৫৬,২০১টি হ্যাশট্যাগ। চতুর্থ স্থানে আছে পেরুর মাচুপিচু। মাচুপিচু পেয়েছে ২,২১৩,৭৩৬টি হ্যাশট্যাগ। পঞ্চম স্থানে আছে জর্ডানের পেত্রা, পেয়েছে ১,৬৮৮,২২৯টি হ্যাশট্যাগ। ১,৬৪৭,৭৮৭টি হ্যাশট্যাগ পেয়ে ষষ্ঠ স্থানে আছে কম্বোডিয়ার আঙ্করভাট। সপ্তম স্থানে আছে গ্রিসের অ্যাক্রোপলিস। অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউজ রয়েছে নবম স্থানে।
ইনস্টাগ্রামে বিশ্বের সেরা প্রাকৃতিক ঐতিহ্যশালী জায়গার শিরোপা মাথায় উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর। গ্র্যান্ড ক্যানিয়নের। ৪.৩ মিলিয়ন হ্যাশট্যাগ পেয়েছে। ৩.৭ মিলিয়ন হ্যাশট্যাগ পেয়ে দ্বিতীয় স্থানে আছে ইতালির আমালফি সমুদ্র সৈকত। ইনস্টাগ্রামে বিশ্বের সেরা ঐতিহাসিক শহরের তকমা পেয়েছে তুরস্কের শহর ইস্তানবুল। ইনস্টাগ্রামে ১২৪.৩ মিলিয়ন হ্যাশট্যাগ পেয়েছে ইস্তানবুল। দ্বিতীয় স্থানে আছে ইতালির শহর রোম। তৃতীয় স্থানে আছে ইউরোপের আরেক শহর প্রাগ।এবারই প্রথম নয় এর আগেও শ্রেষ্ঠত্বের শিরোপা মাথায় উঠেছিল তাজমহলের। ২০২২ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থানের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে সার্চ করা তালিকায় প্রথমে ছিল তাজমহল। ১৪ লাখ বার সার্চ করা হয়েছিল।