ভ্রমণ

প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই গুহা জয়ন্তিয়া পাহাড়ে রহস্য রোমাঞ্চ ভরপুর

In the midst of natural beauty, the cave Jaintia Hill is full of mystery and thrill

Truth of Bengal: পাহাড়ের উপরে প্রাকৃতিক সৌন্দর্য, আর পাহাড়ের নিচে মস্ত বড় গুহা। মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ের সৌন্দর্য পর্যটকদের কে আকর্ষণ করে সবসময়। সেখানে বছর পর ভিড় লেগে থাকে এই চত্বরে। ব্যস্ত জীবনে একটু সময় পেলেই মনটা বন , জঙ্গল , পাহাড় , সমুদ্র করে ওঠে। সেকারণে ব্যাগ গুছিয়ে দু দিনের ছোট্ট সফর করে নেন ভ্রমণ পিপাসুরা। তাতে ব্যস্ত সিডিউলের মধ্যে মেলে মুক্তির স্বাদ। হাওয়া বদলের সেরা ডেস্টিনেশন হয়ে ওঠে মেঘালয়।

মেঘালয়ের অন্যতম সেরা গন্তব্যজয়ন্তিয়া পাহাড়। এই পাহাড়ের গড় উচ্চতা তিন হাজার ফুট বা নশো মিটার। এই পাহাড়ে বসবাস কারী অধিবাসীরা বিভিন্ন রকম চাষবাসের উপর নির্ভর করে জীবন যাপন করেন। পাহাড়ি পরিবেশে নানান গাছের সমাহারে সুন্দর হয়ে উঠেছে এখিনকার গ্রাম। এখান থেকে সকালে সূর্যোদয় বা বিকেলে সূর্যাস্ত দেখতে লাগে রঙিন। তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই পাহাড়ের মাঝে রয়েছে একটি গুহা।

যার পরিবেশ একেবারে আলো আঁধারী। বেলে পাথরের সেই গুহাতে রোমাঞ্চ প্রেমী পর্যটকেরা গিয়ে আলো আঁধারি পরিবেশ দেখে। পরতে পরতে রয়েছে রহস্য। সব মিলিয়ে এই পাহাড়ি পরিবেশের সৌন্দর্য উপভোগ করার জন্য সারাবছর পর্যটকদের ভিড় লেগে থাকে। শরৎকালে পাহাড়ি রাস্তার দুপাশে এক মানুষ সমান বহু কাশফুল দেখা যায়। ভোরের আলো ফোটার আগে শ্বেত শুভ্র কাশফুলের দোলা মনকে শান্ত স্নিগ্ধ করে করে তোলে। জয়ন্তিয়া পাহাড়ের বাসিন্দাদের অনেকেই খাসি ভাষায় কথা বললেও।

ইংরেজি ছাড়াও হিন্দি, নেপালি, বাংলা, অসমীয়া, যোগাযোগের জন্য বহিরাগতরা কথা বলে। এখানে আলাদা ভাষা আলাদা সংস্কৃতি আলাদা খাবার দাবার সমস্ত কিছু উপভোগ করেন ভ্রমণ পিপাসুরা। তবে সব থেকে বড় বিষয় এই চত্বরে প্রাকৃতিক সৌন্দর্য। যাও উপভোগ করার জন্য এবং হাওয়া বদলের জন্য ছুটে যান দূর দূরান্তের পর্যটকরা। শিলং থেকে এখানে ট্যাক্সি, বাস, বাইক বা গাড়ি ভাড়া করে পৌঁছতে পারেন জয়ন্তিয়া।

Related Articles