ভ্রমণ
Trending

ডেস্টিনেশনে ফুটিয়ারি বাঁধ, তিনদিকে পাহাড় ঘেরা জলরাশির অপরূপ শোভা…

Footiary dam surrounded by mountains on three sides...

The Truth Of Bengal : লাল মাটির দেশ পুরুলিয়া। এই পুরুলিয়ার মধ্যেই প্রকৃতির কোলে অবস্থিত একটি বিশাল আকারের বাঁধ হল ফুটিয়ারি বাঁধ। যেখানে গেলে পরিযায়ী পাখি দেখার সুযোগ পাবেন । পাশাপাশি নানা রঙের ফুল এবং বিস্তৃত নীল জলরাশি আপনাকে আকর্ষণ করবে। এই শীতের মরশুমেই তাই ঘুরে আসুন ফুটিয়ারি বাঁধ থেকে।

লাল পলাশের দেশ পুরুলিয়া। এই পুরুলিয়া জেলার হুড়া ব্লকের অন্তর্গত একটি বাঁধের নাম ফুটিয়ারি বাঁধ । চারিদিকে সুবিস্তৃত নীল জলরাশি। সেই জলরাশির আসে পাশে রয়েছে ৩ টি পাহাড়। সেগুলি হল তিলাবনি পাহাড়, সিন্দুরপুর পাহাড় এবং পাঞ্জোনীয়া পাহাড়। চারপাশের মন মুগ্ধকর সবুজ ঘেরা প্রকৃতি আপনাকে অবশ্যই আকর্ষণ করবে। পলাশের দেশে ড্যামের তিনদিকে এই ভগ্নপ্রায় পাহাড়ের শোভা দেখে আপনি বারবার যেতে চাইবেন ফুটিয়ারি বাঁধে। এখানে নানা রঙের পরিযায়ী পাখিরও দেখা মিলবে। ফুটিয়ারি বাঁধের চারপাশ জুড়ে রয়েছে অনেক গ্রাম কলাবনী, পিড়রা, রাঙ্গাডি, তেতুলাডি ইত্যাদি। পাকা রাস্তা ধরে খানিকটা দূরে এগোলেই দেখতে পাবেন ডুংরি। এই ডুংরি থেকেই পুরো ফুটিয়ারি বাঁধের মায়াবী শোভা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে।

ফুটিয়ারি বাঁধ দেখার সেরা সময় এই শীতকাল। কারণ শীতকালে এখানে পরিযায়ী পাখিদের দেখা পাওয়া যায়। এখানে আসলে দেখবেন গ্রামের মানুষদের সহজ সরল জীবন যাপন। শুধু কি পুরুলিয়ার ফুটিয়ারি বাঁধ, তা নয় পুরুলিয়া আসলেই নজর কাড়বে ছৌ নাচ । শোনা যায় ফুটিয়ারি বাঁধের নির্মাণ কাজ ২০০০ সালে শেষ হয়। আশেপাশে প্রকৃতির মাঝে দেখতে পাবেন রং বেরঙের ফুলের শোভা। ড্যামের ধারে দেখতে পাবেন ছোট বড় নানা আকারের শামুক। ভাবছেন কি ভাবে যাবেন? হাওড়া থেকে ট্রেনে করে পৌঁছে যান পুরুলিয়া স্টেশন। পুরুলিয়া থেকে ফুটিয়ারি ড্যামের দূরত্ব ২৮ থেকে ২৯ কিমি। বাস অথবা গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন ফুটিয়ারি ড্যামে।

Free Access

Related Articles