নীল সিয়ানের ওপর কেবল ব্রিজ, অরুণাচলের চোখ জুড়ানো ডেস্টিনেশন
Eye catching destination of Arunachal

The Truth of Bengal: ভ্রমণে যেতে ইদানিং বড়ই ইচ্ছে করে বলুন। হবে নাই বা কেন, ইট কনক্রিটের মধ্যে থাকতে গিয়ে তো দম বন্ধ হয়ে আসে, তাই তো বন্ধুদের সঙ্গে অথবা পরিবার অথবা সঙ্গীর সঙ্গে ইচ্ছে করে খোলা হাওয়াই নিশ্বাস নিতে। এই বিশুদ্ধ খোলা বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ পেয়ে যাবেন অরুণাচল প্রদেশের পাসিঘাটে। নীল সিয়ান নদীর উপর কেবল ব্রিজ। সত্যি চোখের সামনে না দেখলে বড়ই মিস করবেন। পাহাড় মানেই বাঙালিদের কাছে দার্জিলিং কিংবা সিকিম। এর বাইরেও ভারতের মধ্যে এমন কিছু রাজ্য আছে যেখানে গেলে আপনার বিদেশে যাওয়ার চিন্তা ভাবনাই আর মাথায় আসবে না। ভারতের অরুণাচল প্রদেশ সেই রকমই এক রাজ্য যেখানে পাহাড়, নদী, শীতল ও মনোরম প্রকৃতি বিরাজ করে। রাজ্যের বাইরে পাহাড় মানেই অনেকে ভাবেন হিমাচলের চাইতে সেরা জায়গা আর কিছু হতে পারেনা, কিন্তু বলব একবার যান অরুণাচল প্রদেশ, দেখবেন যে ভাবনা পোষণ করে আছেন তা নিমেষের মধ্যে বদলে যাবে।
অরুণাচলের মধ্যে অসংখ্য অফবিট ডেস্টিনেশন আছে যার মধ্যে অন্যতম পাসিঘাট। এই গ্রাম পুরো রূপ কথার গল্পের মত সুন্দর। পুরোটাই আদিবাসী গ্রাম এটি। শান্ত নিরিবিলি এই গ্রামে আসলে মনে হবে যেন লাদাখের কোনও গ্রামে হয়তো প্রবেশ করছেন, এতটাই সুন্দর এই গ্রাম। আর এই গ্রামের সৌন্দর্য বাড়াতে সাহায্য করেছে সিয়ান নদী। নীল এই নদীর ধারে গিয়েও কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে বসতে পারেন আপনি। ছোট বড় নুড়ি পাথরের গায়ে ছোট ছোট ঢেউ এসে আছড়ে পড়বে। অসাধারণ সেই দৃশ্য। সিয়ান নদী পুরোটাই ঘেরা খাড়া পাহাড় দিয়ে। এই নদীর ওপর লম্বা কেবল তারের ব্রিজ। গেলে যেন মনে হবে ‘থ্রি ইডিয়টসে’ র সেই গান ‘বেহেতি হাওয়া সা থা ওয়ো’, এই গানেই দেখা গিয়েছিল সব বন্ধুরা মিলে র্যাঞ্চো কে খুঁজতে বেরিয়েছে গাড়ি করে, এই পথে একটার পর একটা বয়ে যাওয়া খরস্রোতা নদীর উপর লম্বা ব্রিজ দিয়েই যাচ্ছিল গাড়িটি।
যখন আপনিও এই সিয়ান নদীর ওপরে কেবল তারের এই বিশাল ব্রিজ পেরবেন ‘থ্রি ইডিয়টসে’ র গানের সেই দৃশ্যের কথা আপনাকে একবার হলেও মনে করিয়ে দেবে। এই সিয়ান নদী পরে গিয়ে মিশেছে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে। কেবল ব্রজ যাওয়ার আগে অনেক আদিবাসী গ্রাম আপনার নজরে আসবে। এই বিশাল নদীর দুই প্রান্তকে যুক্ত করেছে এই ব্রিজ। এই সেতু পুরোটাই পাহাড়ে পাহাড়ে কেবল দিয়ে তৈরি হয়েছে। মাঝে একটি বাঁশের বোনা চাটাই রয়েছে। এই ভ্রমণ আপনাকে রোমাঞ্চকর অভিজ্ঞতা এনে দেবে। কিভাবে যাবেন? অরুণাচল প্রদেশ যাওয়ার জন্য রয়েছে বিমান এছাড়াও ট্রেনে করে যেতে চাইলে প্রথমে আপনাকে যেতে হবে গুয়াহাটি, সেখান থেকে যেতে পারেন অরুণাচল প্রদেশের পাসিঘাট। থাকার জন্য এখানে আশেপাশে পেয়ে যাবেন প্রচুর হোটেল ও রিসর্ট। তাই চিন্তার কোনও কারণ নেই, হাতে ৩ থেকে ৪ দিনের মত সময় নিয়ে একঘেয়ে জীবন থেকে নিস্তার পেতে ঘুরে আসুন এই পাসিঘাট থেকে।