ভ্রমণ

এবারের ডেসটিনেশন ভুটান ঘাট

Bhutanghat Tourism

The Truth of Bengal: ভ্রমণ পিপাসু বাঙ্গালীদের কাছে পাহাড় মানেই দার্জিলিং, ডুয়ার্স , জলপাইগুড়ি। আর এবার ডুয়ার্সের পর্যটন মানচিত্রে নতুন ডেসটিনেশন  ভুটান ঘাট। আলিপুরদুয়ার থেকে 45 কিমি দূরে ভারত-ভুটান সীমান্তের কাছে রাইডাক নদীর তীরে ভুটানঘাট নামে একটি মনোরম প্রকৃতি সমৃদ্ধ গ্রাম রয়েছে ।  ভুটানের নিকটবর্তী হওয়ায় এই গ্রামের নাম হয়েছে ভুটান ঘাট।আপনি কি চান পাহাড়ের গায়ে বিভিন্ন রঙ দেখতে ? তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে পাহাড়ি এই ছোট্ট গ্রামে ।

ভুটানঘাট পাহাড়টি পর্যটকদের কাছে বরাবরই আকর্ষনের কেন্দ্রবিন্দু। এই পাহাড়ে এলেই লাল, গেরুয়া, হলুদ, ধূসর,খয়েরি সহ সাতটি রঙের ছটা দেখা যায়। দূর দুরান্ত পর্যন্ত ঘন সবুজ বনে আচ্ছাদিত এই গ্রাম । ভুটান তেরঙ্গা পাহাড় দেখার জন্য পর্যটকদের  জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয় তাই বনবিভাগের অনুমতির প্রয়োজন হয়। আর এই ভুটানঘাট এর পাশাপাশি মন চায়লে জয়ন্তী, ফাঁসখাওয়া, সহ বিভিন্ন পর্যটন স্থল ঘুরে নিতে পারেন। ভুটানঘাট দুঃসাহসিক প্রকৃতি প্রেমী পর্যটকদের জন্য একটি আদর্শ পর্যটন গন্তব্য এবং প্রায়শই এটি একটি হাতির করিডোর হিসাবে কাজ করে। এটি বক্সা টাইগার রিজার্ভের একটি সম্প্রসারণ বলেও জানা যায়।

ভুটানঘাটে রয়েছে বিপন্ন প্রজাতির প্রাণী যেমন বাঘ, গন্ডার, হাতি , হরিণ, বাইসন, পাখি এবং সরীসৃপ। নানান ধরনের পাখির কলরব শোনা যায় এই পাহাড়ি গ্রামে । কিভাবে যাবেন ? যেতে গেলে আপনাকে প্রথমে যেতে হবে শিলিগুড়ি বা আলিপুরদুয়ার অথবা  কোচবিহার , সেখান থেকে  সড়কপথে খুব সহজেই পৌঁছানো যায় এই শৈল গ্রামে । ভুটান ঘাটকে কেন্দ্র করে এই এলাকায় রয়েছে ব্লু হোম স্টের ব্যবস্থা । পর্যটন বিকাশের আশায় পার্শ্ববর্তী এলাকা কাঞ্চালি বস্তি, ময়নাবাড়িতে ৬ টি হোমস্টে তৈরী হয়েছে। তাই আপনি অনায়াসেই এখানে রাত্রি বাস করতে পারেন। তাই পুজর আগেই সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন এই শৈল গ্রাম ভূটান ঘাট থেকে।

Related Articles