ভ্রমণ

শীতের ছুটিতে ডুয়ার্স বেড়াতে যাচ্ছেন? ভুলেও মিস করবেন না এই জায়গা!

 

শীতকাল মানেই পিকনিকের মরসুম। আর এই মরসুমে ডুয়ার্সের পিকনিক স্পটগুলিতে উপচে পড়ে ভিড়। বিগত কয়েক বছর ধরে ডুয়ার্সের নকশাল পিকনিক স্পট অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

মালবাজার মহকুমার নাগ্রাকাটার খুনিয়া মোড় থেকে চাপরামারি জঙ্গলের বুক চিরে বয়ে চলা ঝালং যাওয়ার রাস্তায় ঝালং থেকে অনেকটা আগেই রয়েছে এই পিকনিক স্পট। প্রকৃতির কোলে এই জায়গার একদিকে যেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ভুটান পাহাড়, অন্যদিকে রয়েছে পাহাড়ি নদী, বড় বড় পাথর এবং রবার বাগান।

এই মনোরম পরিবেশে পিকনিক করতে শিশু থেকে শুরু করে বড়রা সবাই আনন্দ উপভোগ করে। আশপাশের বাসিন্দারা তো বটেই, দূর-দূরান্ত থেকেও পর্যটকরা এখানে পৌঁছে যান।

ডিসেম্বর মাসের রবিবারগুলিতে এখানে পর্যটকদের ভিড় বেড়েছে। এদিন ঘুরতে আসা টুম্পা ভৌমিক, সুপর্ণা হালদাররা বলেন, “খুব সুন্দর জায়গা। একদিকে পাহাড়, নদী এবং জঙ্গলে ঘেরা এই জায়গা পিকনিকের জন্য আদর্শ।”

আপনি যদি ডুয়ার্স ঘুরতে আসেন, তাহলে একবার নকশাল পিকনিক স্পটে ঘুরে আসতে ভুলবেন না।

Related Articles