প্রযুক্তি

চ্যাট লক করার নয়া ফিচার হোয়াটসঅ্যাপের

New feature to lock chats

The Truth of Bengal,Mou Basu: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষাকে আরও বেশি করে প্রাধান্য দিচ্ছে মার্ক জুকারবার্গের সংস্থা মেটা। হোয়াটসঅ্যাপ চ্যাটের গোপনীয়তা ও সুরক্ষাকে আরও বেশি মজবুত করতে নয়া ফিচার আনা হয়েছে। এবার বিশেষ কোনো চ্যাটকে লকও করা যাবে। সিক্রেট কোড ব্যবহার করে বিশেষ কোনো চ্যাট লক করা যাবে। সার্চ বারে সিক্রেট কোড দিলেই সেই নির্দিষ্ট লক করা চ্যাট দেখা যাবে।

কী এই নয়া সিক্রেট কোড ব্যবহার করে চ্যাট লক করার ফিচার?

এই নয়া সিক্রেট কোড ফিচারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ফোনের আনলক কোডের চেয়ে আলাদা ইউনিক পাসওয়ার্ড দিতে পারবেন। কীভাবে লক করা চ্যাট ডিসপ্লে করা হবে তা বেছে নেওয়ার সুযোগ থাকবে। লক করা চ্যাট মেন চ্যাটের তালিকা থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা যাবে। অথবা প্রেফারেন্স অনুযায়ী দেখা যাবে।

সহজেই লক করা যাবে চ্যাট: কোনো নতুন চ্যাট সহজেই লক করা যাবে। চ্যাট সেটিংসে না গিয়েও নির্দিষ্ট চ্যাট বেশি করে চেপে রাখলেই লক করা যাবে চ্যাট।

কীভাবে ব্যবহার করা যাবে নয়া চ্যাট লক করার ফিচার?
মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন। লক করা চ্যাটের তালিকা খুলুন। ৩টি ডট ট্যাপ করুন। হাইড লকড চ্যাট সক্রিয় করুন। সিক্রেট কোড সেট করুন। এই কোড সার্চ বারে দিলেই সাময়িক ভাবে লুকোনো লক করা চ্যাট দেখা যাবে।

Related Articles