প্রযুক্তি
Trending

জালিয়াতি রুখতে নয়া নিয়ম ট্রাইয়ের, জুলাই থেকেই কার্যকর হবে নির্দেশ

Tried new rules to prevent fraud

The Truth Of Bengal : সিম কার্ড সম্পর্কিত নিয়মে বদল আনল ট্রাই।গত সপ্তাহেই এই পরিবর্তন আনা হয়েছে।জুলাই থেকে এই পরিবর্তিত নীতি কার্যকর হবে।দুমাসের মাথায় অনলাইন জালিয়াতি রুখতে সিম কার্ডের উপর এই পরিবর্তন আনা হয়েছে বলে দাবি টেলিকম রেগুলেটরি অথরিটির।

কেন এই নতুন নিয়ম আনল ট্রাই ?

টেলিকম রেগুলেটরি অথরিটির নয়া নিয়ম অনুসারে, বলা হয়েছে,সিম কার্ড  সোয়্যাপ করার ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। সাধারণ মানুষ যাতে কোনওরকম প্রতারণার শিকার না হয় সেজন্য এই বদল। ট্রাই-এর নয়া নিয়মাবলি অনুযায়ী, সিমকার্ড ‘সোয়‍্যাপ’ করলে ওই নম্বরটি অন্য টেলিকম সংস্থায় পরিবর্তন করে যাবে না, অর্থাৎ আর ‘পোর্ট’ করতে পারবেন না মোবাইলের মালিকরা। কারণ  এই সময়ে সিম অদলবদলের মতো   জালিয়াতির ঘটনা  ক্রমশ বাড়ছে। এই জালিয়াতিতে স্ক্যামার সহজেই প্যান কার্ড এবং আধার কার্ডের ছবি এবং মোবাইল হারানোর নাম করে একটি নতুন সিম কার্ড  হাতিয়ে নেয়। এবার থেকে সেই প্রবণতা রুখতে চায় ট্রাই।তাই নতুন নিয়মে পরিবর্তন আনা হয়েছে বলে ট্রাইয়ের অভিমত।

এছাড়াও আরও বলা হয়েছে, টেলিকম সংস্থাকে কোনও গ্রাহককে মেসেজ পাঠানোর আগে গ্রাহকের অনুমোদন নিতে হবে। এমনটাই বলা হয়েছিল চলতি বছরের শুরুতে।এই অবস্থায় জালিয়াতি রুখতে গ্রাহকের স্বার্থে এই বদল আনার কথা জানিয়েছে ট্রাই।সবমিলিয়ে পোর্ট করার ক্ষেত্রে গ্রাহকদের এই নতুন নিয়ম জুলাইয়ের প্রথম থেকেই কার্যকর করা হবে।ইউনিক পোর্টিং কোড থেকে শুরু করে যাবতীয় বিচার্য বিষয় গ্রাহকদের মেনে চলার জন্য পরামর্শ দিচ্ছে টেলিকম রেগুলেটরি অথোরিটি।

 

FREE ACCESS

Related Articles