প্রযুক্তি

রয়েছে একাধিক এআই ফিচার, ৮০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্টযুক্ত স্মার্টফোন আনল realme

There are multiple AI features, 80W first charging support smartphone only realme

Truth Of Bengal, Mou Basu : realme ভারতে তাদের ‘পি’ সিরিজের নতুন ফোন realme P2 Pro 5G ভারতের বাজারে আনল। এই ফোনে 2000 নিট ব্রাইটনেস সহ কার্ভ ডিসপ্লে, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং, রেইন ওয়াটার স্মার্ট টাচের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। realme P2 Pro 5G ফোনের 8GB+128GB সহ বেস মডেলের দাম ২১,৯৯৯ টাকা। ফোনের 12GB+256GB সহ মিড মডেলের দাম ২৪,৯৯৯ টাকা এবং 12GB+512GB সহ টপ মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসাবে এই ফোনে ৩ হাজার টাকা ডিসকাউন্ট মিলবে।

realme P2 Pro 5G ফোনে পাঞ্চ হোল কাটআউট সহ কার্ভ ডিসপ্লে রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং রেয়ার ক্যামেরা সেটআপ সহ একটি কার্ভ স্কোয়ার শেপ মডিউল রয়েছে। প্যারট গ্রিন এবং ঈগল গ্রে রঙে পাওয়া যাবে ফোন।

realme P2 Pro 5G ফোনে 6.7 ইঞ্চির স্যামসাঙ কার্ভ এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 93.2% স্ক্রিন টু বডি রেশিও, কর্নিং গোরিলা গ্লাস 7i যোগ করা হয়েছে। ফোনে 4nm প্রসেসে তৈরি 2.4GHz ক্লক স্পিডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 5G প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 710 জিপিইউ রয়েছে। এর সঙ্গে এই ফোনে বড় টেম্পার্ড VC ও গ্রাফাইট সহ 9-লেয়ার কুলিং সিস্টেম রয়েছে। realme P2 Pro 5G ফোনটিতে 12GB পর্যন্ত LPDDR4x RAM এবং 512GB পর্যন্ত UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে। উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS ফিচার সহ 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।

একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। realme P2 Pro 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 80W আলট্রা ফাস্ট চার্জিং সাপোর্টেড 5200mAh ব্যাটারি রয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP65 রেটিং যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ, রেইন ওয়াটার স্মার্ট টাচ ফিচার, জিটি মোড, এয়ার জেশচার, ডুয়েল স্টুডিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, AI হাইপার অ্যালগরিদম, AI পোর্ট্রেট, AI আলট্রা ক্লিয়ারিটি, AI গ্রুপ ফটো ইনহ্যান্সের মতো বিভিন্ন ফিচার রয়েছে।