প্রযুক্তি

মোবাইল অ্যাপ দিয়ে খোলা ও বন্ধ করা যাবে ই-স্কুটার

The e-scooter can be opened and closed with the mobile app

Truth Of Bengal, Mou Basu:  Yakuza নামের একটি সংস্থা কম বাজেটের সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক স্কুটার বাজারে লঞ্চ করে হইচই ফেলে দিয়েছে। সাশ্রয়ী মূল্যের Yakuza Rubie Electric Scooter এর দাম মাত্র ৩৩ হাজার টাকা। মাইলেজ ৫০ কিমি।

এই ই-স্কুটার অত্যাধুনিক মোবাইল অ্যাপ দ্বারা চালু ও বন্ধ করা যায়। এছাড়াও একটি এনএফসি কার্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এটি যথেষ্ট মজবুত ও টেকসই স্কুটার। এতে ১০ ইঞ্চি ড্রাম ব্রেক ও টিউবলেস টায়ার রয়েছে। ওয়াটারপ্রুফ মোটর রয়েছে। বৃষ্টির সময়ও স্কুটার ইচ্ছেমতো ব্যবহার করা যাবে।

এতে ৪৮ভি, ২৮এএইচ লিড অ্যাসিড ব্যাটারি রয়েছে। ব্যাটারির জন্য এক বছরের ওয়ারেন্টি রয়েছে। এই বৈদ্যুতিক স্কুটারের ডিজাইন অত্যন্ত আকর্ষণীয় ও আধুনিক। আসন আরামদায়ক। পা রাখার জায়গাও বেশি।

Related Articles