প্রযুক্তি

50MP ক্যামেরা, Exynos 1480 চিপসেট-সহ Galaxy F56 লঞ্চ আনল Samsung

Samsung launches Galaxy F56 with 50MP camera, Exynos 1480 chipset

Truth of Bengal: ভারতের বাজারে ভারতীয় টেকপ্রেমীদের কথা ভেবে নয়া মডেলের স্মার্টফোন আনল Samsung। ফোনটি মোট ২টি ভ্যারিয়েন্ট এনেছে স্যামসাং। এর মধ্যে 8GB র‍্যাম ও 128 GB স্টোরেজের ভ্যারিয়েন্টটির দাম ২৫,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে একটি 8GB র‍্যাম ও 256 GB স্টোরেজের মডেলের। দাম পড়বে ২৮,৯৯৯ টাকা। ফোনটির লঞ্চের সঙ্গে বিশেষ ডিসকাউন্টের সুবিধাও দিচ্ছে স্যামসাং।

ফোনে একটি 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED+ ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেট এবং 1200 nits পিক ব্রাইটনেসের সুবিধা অফার করছে। ফ্রন্ট এবং ব্যাকসাইড, উভয় দিকেই কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশনের সুবিধা রয়েছে। স্মার্টফোনটি সবুজ ও বেগুনি রঙে মিলবে।

Samsung এর নয়া মডেলের স্মার্টফোনে রয়েছে একটি 50MP OIS ট্রিপল ক্যামেরা সিস্টেম। ক্যামেরায় অ্যাডভান্সড লো লাইট পারফর্ম্যান্স এবং 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা মিলবে। সামনের দিকে রয়েছে একটি 12MP HDR ফ্রন্ট ক্যামেরা। অবজেক্ট ইরেজার এবং এডিট সাজেশনসের মতো এআই-পাওয়ার্ড এডিটিং টুলসের সুবিধাও পাওয়া যাবে। এছাড়াও ফোনে একটি Exynos 1480 প্রসেসরের সুবিধা মিলবে। ফোনে একটি 5000mAh –এর পাওয়ারফুল ব্যাটারির সুবিধা মিলবে।

Related Articles