প্রযুক্তি
Trending

অত্যাধুনিক ফিটনেস ট্র্যাকার লঞ্চ করল স্যামসাং, কী কী ফিচার রয়েছে জানুন

Samsung launched the latest fitness tracker

The Truth Of Bengal, Mou Basu : অত্যাধুনিক ফিটনেস ট্র্যাকার Galaxy Fit3 ভারতের বাজারে আনল স্যামসাং। বড়ো স্ক্রিন, দীর্ঘ সময়ের ব্যাটারি লাইফ আর নানান রকমের অত্যাধুনিক ফিচার সমেত এসেছে Samsung Galaxy Fit3।
৩টি রঙে —পিঙ্ক গোল্ড, গ্রে আর সিলভার রঙে মিলবে নতুন ফিটনেস ট্র্যাকার। দাম পড়বে ৪,৯৯৯ টাকা। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম মারফত এই ফিটনেস ট্র্যাকার কেনা যাবে।

৫০০ টাকা করে তাৎক্ষণিক ডিসকাউন্ট মিলবে। সব ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে ইএমআই বা ফুল পেমেন্টের সময়। স্যামসংয়ের নতুন ফিটনেস ট্র্যাকার Galaxy Fit3 তে ৪ সেন্টিমিটার AMOLED ডিসপ্লে ও 256×402 পিক্সেল রেজোলিউশন মিলবে। ব্লুটুথ v5.3 কানেক্টিভিটির সুবিধা মিলবে। ফিটনেস ট্র্যাকারের ওজন ৩৬.৮ গ্রাম। ১৬এমবি র্যাম ও ২৫৬ এমবি স্টোরেজের সুবিধা মিলবে।

FreeRTOS OS অপারেটিং সিস্টেমে চলবে এই নয়া ফিটনেস ট্র্যাকার। Accelerometer, Barometer, Gyro Sensor, Optical Heart Rate Sensor, Light Sensor এর মতো নানান সেনসরের সুবিধা মিলবে। 208mAh ব্যাটারিতে চলবে। একবার চার্জ দিলে ১৩ দিন একটানা ফিটনেস ট্র্যাকার চলবে বলে দাবি স্যামসং কর্তৃপক্ষের।

 

FREE ACCESS

Related Articles