সিপিএমের প্রচার AI সঞ্চালিকা, আত্মপ্রকাশে সাড়া ফেলল ‘সমতা’
'Samata' created with AI technology is now the anchor of CPM's social media handle

The Truth Of Bengal : লোকসভা নির্বাচন আসন্ন। জোরকদমে প্রচার চলছে রাজনীতির ময়দানে। পিছিয়ে নেই ভার্চুয়াল জগৎও। বর্তমান নেট নির্ভর সমাজে সব দল সামাজিক মাধ্যমে প্রচারে জোর দিচ্ছে। সেই প্রচারের অঙ্গ হিসেবে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারস্থ হল বামেরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ‘সমতা-কে প্রচারে নামাতে চলছে সিপিএম। টিভি চ্যানেলের অ্যাঙ্করদের মতো দেখতে ‘সমতা’ রক্ত-মাংসের মানুষ নয়। এআই প্রযুক্তি দিয়ে তৈরি ‘সমতা’ এখন বঙ্গ সিপিএমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের নতুন মুখ।
দোলের দিন বসন্ত পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আত্মপ্রকাশ করে সিপিএমের এআই মুখ ‘সমতা’। ২৭ সেকেন্ডের জন্য আপাতত এই সঞ্চালিকা মানুষের সামনে এসেছে। সিপিএমের কৃত্রিম সঞ্চালিকা সোশ্যাল মিডিয়ায় হাজির হতেই সাড়া পড়ে যায়। মানুষ মতামত জানাতে থাকে। অনেকেই সমর্থন করে বাহবা দিলেও কেউ কেউ আবার সিপিএমকে সমালোচনা করতে ছাড়েনি।
আপনাদের মতামত ও ভালোবাসা প্রত্যাশী আমরা।#LeftAlternative pic.twitter.com/FyfAgGDVvJ
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) March 25, 2024
এবারের লোকসভা নির্বাচনে সিপিএম ভরসা রেখেছে তরুণ মুখে। তাঁরা প্রচার শুরু করে দিয়েছেন। যাচ্ছেন মানুষের কাছে। এবার তরুণ প্রজন্মের সঙ্গী হয়ে নেটদুনিয়া দিয়ে মানুষের কাছে পৌঁছে যাবে ‘সমতা’। আপাতত আত্মপ্রকাশ করেছে সিপিএমের এই কৃত্রিম সঞ্চালিকা। এবার তাকে বলতে শোনা যাবে সিপিএমের কথা। দোলের নীতির কথা যেমন বলবে, তেমনই সাম্প্রতিক নানা ঘটনার কথা উঠে আসবে এই এআই সঞ্চালিকার মুখে। প্রযুক্তি নির্ভর দুনিয়ায় সিপিএম বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যবহার করবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এই সঞ্চালিকাকে।