প্রযুক্তি
রোবট চালাচ্ছে রেস্তোরাঁ! বাস্তবে ঘটছে এমনই, জানলে অবাক হবেন আপনিও
Robots are running restaurants! This is what is happening in reality, you will be surprised to know

Truth Of Bengal: হলিউড সিনেমায় আমরা দেখেছি মানুষের মতো রোবটরাও হেঁটে চলে বেড়াচ্ছে। কথা বলছে। সিনেমার পর্দায় দেখা ঘটনা এবার বাস্তবেও দেখা যাচ্ছে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে আস্ত রেস্তোরাঁ চালায় রোবট। রেস্তোরাঁর নাম বার্গার বটস। ৩০ সেকেন্ডের মধ্যে সুস্বাদু বার্গার তৈরি করতে সক্ষম রোবট।
শুধু বার্গারই নয় মাত্র ২৭ সেকেন্ডের মধ্যে মাইক্রো ওয়েভে রান্না করা রেডি টু ইট নানান রকম সুস্বাদু পদও ক্রেতাদের সামনে হাজির করতে সক্ষম রোবট। তবে বার্গার বটস রেস্তোরাঁর রান্নাঘরের দায়িত্বে রোবট থাকলেও ক্রেতাদের খাবার সার্ভ করেন মানুষ কর্মচারীরাই। বার্গার বটস রেস্তোরাঁ তৈরি করেছে এবিবি রোবোটিকস। ফ্লেক্সপিকার নামে রোবট বার্গারের ওপর লেটুসপাতা, চিজ, চাটনি, সস, পেঁয়াজ দেয়। বার্গারে ফাইনাল টাচ দেয় ইয়ুমি নামক আরেকটি রোবট।