প্রযুক্তি

গান শুনতে ভাল বাসেন? আপনার জন্য রইল ইয়ারফোনের দারুন অফার

Noise brought earphones for less than a thousand rupees

The Truth of Bengal,মৌ বসু: অনেকেই আজকাল কথা বলা বা গান শোনার জন্য ইয়ারফোনের জায়গায় ইয়ারবাড ব্যবহারে স্বচ্ছন্দ। সেই ইয়ারবাড যদি হাজার টাকারও কমে পাওয়া যায়, তাহলে তো যাকে বলে একেবারে সোনায় সোহাগা। ক্রেতাদের কথা ভেবেই স্মার্ট ডিভাইস প্রস্তুতকারী দেশীয় সংস্থা Noise তাদের নতুন বাজেট ফ্রেন্ডলি ট্রু ওয়্যারলেস স্টেরিও স্টেরিও ইয়ারবাড Noise Pop Buds লঞ্চ করল । এতে রয়েছে 40 এমএস আল্ট্রা লো ল্যাটেন্সি এবং ইএনসি টেকনোলজি সহ দীর্ঘ 50 ঘন্টার ব্যাটারি লাইফ। Noise Pop Buds ইয়ারবাডের দাম ধরা হয়েছে ৯৯৯ টাকা।

এটি মুন পপ, স্টিল তিল পপ, ফরেস্ট পপ এবং লিলাক পপ রঙে পাওয়া যাবে। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাবে। Noise Pop Buds ইয়ারবাডে ১০ এমএম ড্রাইভার এবং কোয়াড মাইক যুক্ত এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন টেকনোলজি রয়েছে, ফলে ব্যবহারকারী স্বচ্ছ কল এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। তাছাড়া ফাস্ট পেয়ারিং সাপোর্টের জন্য এতে হাইপার সিঙ্ক টেকনোলজি রয়েছে।

সেই সঙ্গে গেমারদের জন্য থাকছে 40 এমএস আল্ট্রা লো ল্যাটেন্সি গেমিং মোডের সুবিধা। এছাড়াও থাকছে ব্লুটুথ 5.3 সাপোর্ট। Noise Pop Buds ইয়ারবাডের ব্যাটারি একবার চার্জে 50 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লে টাইম চলবে। আবার ফার্স্ট চার্জিং সাপোর্ট সহ আসায় মাত্র 10 মিনিট চার্জে এটি 150 মিনিট ব্যবহার করা যাবে। ঘাম এবং জলের ছিটে থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে রয়েছে IPX5 রেটিং।

Related Articles