
Truth of Bengal,মৌ বসু : দৈনন্দিন কাজ আরও সহজ করে তুলতে ও স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করতে এবার স্মার্টফোনের জন্য এআই ফিচার চালু করল মটোরোলা। মোটো এআই ওপেন বিটা প্রোগ্রাম চালু করেছে মটোরোলা। কল, মেসেজ এবং নোটস পরিচালনা করার কাজ কাজ করবে এই মোটো এআই ওপেন। তবে এটি এখনই সব ফোনে পাওয়া যাবে না। ধাপে ধাপে এআই ফিচার চালু করা হচ্ছে মটোরোলার স্মার্টফোনে।
বিটা প্রোগ্রামটি বর্তমানে Motorola Razr 50 Ultra, Razr 50 এবং Edge 50 Ultra স্মার্টফোনে পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে বাকি স্মার্টফোনেও এই এআই প্রযুক্তির আপডেট মিলবে। বিভিন্ন দেশের ব্যবহারকারীরা প্রোগ্রামটির সুবিধা নিতে পারেন। ইংরেজি, স্প্যানিশ ও পর্তুগিজ ভাষার সাপোর্ট রয়েছে এই প্রোগ্রামে। যে সব মডেল বিটা প্রোগ্রামের জন্য যোগ্য সেই স্মার্টফোনে সরাসরি নোটিফিকেশন যাবে।
আগ্রহী ব্যবহারকারীরা মটোরোলার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ম্যানুয়াল রেজিস্ট্রেশনও করতে পারেন। একবার রেজিস্ট্রেশন হলে, ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে মটো এআই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। তারপর হোম স্ক্রিন থেকে সোয়াইপ করে এআই ফিচার চালু করতে হবে। মটো এআই ওপেন-এ তিনটি ফিচার উল্লেখযোগ্য। প্রথম ক্যাচ মি আপ।
এটির মাধ্যমে মেসেজ ও কল আলাদা করে খুলতে হবে না। কল ও মেসেজের কিছুটা অংশ দেখাবে এআই। দ্বিতীয় ফিচারটি হল পে অ্যাটেনশন। এই ফিচারে অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে ফোন কলের কথোপকথন সংক্ষিপ্ত আকারে দেখাবে এআই। মিটিং বা মাল্টিটাস্কিংয়ের সময় কার্যকর হতে পারে পে অ্যাটেনশন ফিচার। তৃতীয় ফিচারটি হল রিমেম্বার দিস। ব্যবহারকারীদের স্ক্রিনশট, নোট এবং ফটোগুলি থেকে তথ্য সংরক্ষণ করতে সাহায্য করবে এআই ফিচার।