প্রিয় মানুষকে মেনশন করুন স্ট্যাটাসে, নয়া ফিচার হোয়াটসঅ্যাপের
Mention your loved ones in status, new feature on WhatsApp

Truth Of Bengal: মৌ বসু: ফেসবুক এবং ইন্সটাগ্রামে যেরকম ট্যাগ বা মেনশন করা যায় পরিচিতদের, ঠিক সেরকমই ফিচার আনছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে। অ্যাপে স্ট্যাটাস দেওয়ার সময় হোয়াটসঅ্যাপের বন্ধুদের সেখানে ট্যাগ করতে পারবেন। ব্যবহারকারীদের কাছে হোয়াটসঅ্যাপের গ্রহণযোগ্যতা আরও বাড়ানোর লক্ষ্যে, নয়া ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে মেটা। আপাতত এই বিশেষ ফিচার পরীক্ষামূলক পর্যায় রয়েছে।
হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ২৪ ঘণ্টা দেখা যায়। ফলে অনেকেই সেটি সময়মতো দেখতে পান না স্ট্যাটাস মিস করে যান। তাই যাঁদের স্ট্যাটাসে ট্যাগ করতে চান, এবার থেকে সেটি করা যাবে। এটা অনেকটা ফেসবুক ট্যাগ ফিচারের মতো, তবে এখানে আপনি সেভ থাকা কন্ট্যাক্টদের ট্যাগ করতে পারবেন।
আপনি যখন তাদের মেনশন বা ট্যাগ করবেন তখন তাদের কাছে ওই স্ট্যাটাসের একটি নোটিফিকেশন যাবে। কোনো বিশেষ মুহুর্ত হোক বা দরকারি কোনো তথ্য শেয়ার করার থাকলে এই ফিচারের মাধ্যমে সেটি আরো সহজ হবে। নয়া ফিচার ব্যবহার করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ সাম্প্রতিক ভার্সন আপডেট করে নিন। পুরনো ভার্সন হলে নতুন ফিচারগুলি উপভোগ করতে পারবেন না। মেটা কর্তৃপক্ষের আশা হোয়াটসঅ্যাপের নয়া ফিচার গ্রহণযোগ্য হয়ে উঠবে।