প্রযুক্তি

ধনতেরাসে বৈদ্যুতিক গ্যাজেটস কেনার সময় কোন কোন বিষয় মাথায় রাখবেন

electrical gadgets

The Truth of Bengal,Mou Basu: সামনেই আলোর উৎসব দীপাবলি। দীপাবলি শুরু হয় ধনত্রয়োদশী বা ধনতেরাসের মাধ্যমে। এদিন অনেকেই দামি ধাতুর গয়না, বাসনকোসন কেনা সংসারের জন্য শুভ বলে মনে করেন। অনেকেই এদিন ফোন, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটারের মতো বৈদ্যুতিক গ্যাজেটসও কেনেন। কেউ অনলাইনে কেনা পছন্দ করেন তো কেউ দোকান, বাজারে গিয়ে নিজের হাতে নেড়েচেড়ে দেখে কেনাতেই স্বচ্ছন্দ। কিন্তু টাকা দিয়ে যে বৈদ্যুতিক গ্যাজেটস কিনছেন তা কেনার আগে কোন কোন বিষয় অবশ্যই মাথায় রাখবেন?

ম্যানুফ্যাকচারিং ডেট: ধরুন আপনি স্মার্টফোন কিনবেন তাই সেটা কেনার আগে দেখে নিন ফোনটি কবে তৈরি। ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের জন্য সেটা দরকারি। কারণ বহু পুরোনো ফোনে আপডেট নাও নিতে পারে। তখন ফোনের ফিচার কমজোরি হবে। মেয়াদও কম হয়ে যাবে।

প্রসেসর: ফোন কেনার সময় বিক্রেতা আপনাকে ডিসপ্লে আর ক্যামেরা দেখে গছাতে চাইবে কিন্তু আপনি তাতে ভুলবেন না। সজাগ, সতর্ক থাকুন। আপনার স্মার্টফোনের লাইফলাইন হল প্রসেসর। তাই প্রসেসরের ওপরই নির্ভর করে ফোনের পারফরম্যান্স বা কার্যকারিতা। প্রসেসর ভালো না হলে ফোন ভালো করে কাজ করবে না। তাই বাতিল হয়ে যাওয়া বা কমজোরি প্রসেসরে চলা স্মার্টফোন কিনবেন না যতই তা বাজেট ফ্রেন্ডলি হোক।
র্যাম ও স্টোরেজ: ফোনের র্যাম ও স্টোরেজের ওপর নির্ভর করে ফোনে কত তথ্য জমা রাখতে পারবেন আর ফোনের কাজ কেমন হবে। তাই একাধিক অ্যাপ ব্যবহার করতে চাইলে প্রচুর র্যাম আছে এমন স্মার্টফোন কিনবেন। ফোনে ডকুমেন্টস, ফটো, ভিডিও জমা রাখতে চাইলে ফোনের স্টোরেজ ক্যাপাসিটির দিকে নজর দেবেন।

ব্যাটারি: ফোনের ব্যাটারির ক্যাপাসিটির দিকে বিশেষ নজর দেবেন। কমপক্ষে 5000mAh ব্যাটারিযুক্ত ফোন কিনবেন। বারবার দিনে ফোনের ব্যাটারি রিচার্জ করতে হবে না সেদিকে নজর দেবেন।

ডিসপ্লে ও ক্যামেরা: ফোনের ডিসপ্লে ভালো হলে ছবি ও ভিডিও ঝকঝকে উজ্জ্বল হবে। হায়ার মেগাপিক্সেলওয়ালা ক্যামেরা থাকলে ভালো ছবি উঠবে।

Free Access

Related Articles