অত্যাধুনিক মডেলের ২টি বাইক আনল কাওয়াসাকি ইন্ডিয়া
Kawasaki India has launched 2 bikes of the latest model

The Truth Of Bengal, Mou Basu : প্রত্যাশা মতোই নতুন বছরের শুরুতেই ক্রেতাদের উন্মাদনা বাড়িয়ে ভারতের বাজারে Ninja ZX-6R সুপারস্পোর্ট বাইক ও Kawasaki Eliminator নামে আরামদায়ক অথচ ক্লাসিক ডিজাইনের বাইক আনল কাওয়াসাকি ইন্ডিয়া (Kawasaki India)। Kawasaki Eliminator নামক নতুন বাইকের দাম ৫.৬২ লাখ টাকা (এক্স-শোরুম)। এলিমিনিটেরে Ninja Z400 স্পোর্টস বাইকের ইঞ্জিন মডিফাই করে ব্যবহার করা হয়েছে। এটি মেটালিক ফ্ল্যাট স্পার্ক ব্ল্যাক রঙে পাওয়া যাবে। সদ্য লঞ্চ হওয়া Kawasaki Eliminator মোটরসাইকেলটিতে রয়েছে ক্লাসিক স্টাইল। Vulcan 650 থেকে অনুপ্রাণিত এই নিও রেট্রো ডিজাইনের বাইকে গোলাকৃতি এলইডি হেড ল্যাম্প, ডিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক এবং মেগা ফোন এগজস্ট বর্তমান।
রাইডিং আরামদায়ক করে তুলতে লম্বা ওয়ান-পিস হ্যান্ডেলবার এবং নিউট্রাল ফুটপেগ পজিশন রয়েছে। Kawasaki Eliminator-এ রয়েছে সার্কুলার এলসিডি ইন্সট্রুমেন্ট প্যানেল। এতে ডিজিটাল স্পিডোমিটার, ট্যাকোমিটার, ফুয়েল গজ, কুল্যান্ট টেম্পারেচার, মেইনটেনেন্স রিমাইন্ডার, পজিশন ইন্ডিকেটর, ক্লক, ওডোমিটার, টু ট্রিপ মিটার, রেঞ্জ এবং ব্লুটুথ কানেক্টিভিটির সুযোগ থাকবে। সেফটি ফিচার্স হিসাবে ডুয়েল চ্যানেল এবিএস, স্মার্টফোন কানেক্টিভিটি, স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচের সুবিধা থাকছে। হাই-পারফরম্যান্সের জন্য Kawasaki Eliminator-এ রয়েছে ৪৫১ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন।৪১ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন শক রিয়ার সাসপেনশন আছে এতে। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে সামনে ৩১০ মিমি সেমি-ফ্লোটিং ডিস্ক এবং পেছনে ২২০ মিমি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। কাওয়াসাকি এলিমিনিটের বাইকের সামনে ১৮ ইঞ্চি ও পেছনে ১৬ ইঞ্চি হুইলে ১৩০/৭০-১৮ ফ্রন্ট ও ১৫০/৮০-১৬ সেকশন রিয়ার টায়ার থাকবে।
অন্যদিকে, Kawasaki Ninja ZX-6R সুপারস্পোর্ট বাইকটির দাম ১১.০৯ লাখ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। বাইকটি নতুন ৬৩৬ সিসির ইনলাইন-ফোর ইঞ্জিনে ছুটবে। Kawasaki Ninja ZX-6R বাইক লাইম গ্রিন ও মেটালিক গ্রে রঙে পাওয়া যাবে। এলইডি লাইটিং এলিমেন্ট সহ এতে রয়েছে স্প্লিট হেড ল্যাম্প এবং পেছনে নিনজা সিরিজের টেলল্যাম্প থাকবে। কাস্টোমাইজেবল রাইডার মোড ছাড়া তিনটি রাইডিং মোড সহ এসেছে বাইকটি – স্পোর্ট, রেন ও রোড। প্রিলোড, কম্প্রেশন এবং রিবাউন্ড ড্যাম্পিংয়ের জন্য বাইকের সামনে ৪১ মিমি Showa ইনভার্টেড ফর্ক এবং পেছনে মোনোশক সাসপেনশন আছে। ফোহ পিস্টন ক্যালিপার সহ ৩১০ মিমি ডুয়েল ফ্রন্ট ডিস্ক এবং সিঙ্গেল পিস্টন ক্যালিপার সহ ২২০ মিমি সিঙ্গেল রিয়ার ডিস্ক ব্রেক রয়েছে। সুরক্ষার জন্য দেওয়া হয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস, ট্রাকশন কন্ট্রোল, স্লিপার ক্লাচ এবং কুইক শিফ্টার।Kawasaki Ninja ZX-6R-এ রয়েছে একটি ৬৩৬ সিসি, ইন-লাইন, লিকুইড কুল্ড, ফোর সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। এছাড়াও থাকছে ৬-গতির গিয়ারবক্স এবং কুইক শিফ্টার, স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।
FREE ACCESS