২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র্যাম সমেত নতুন স্মার্টফোন আনল itel
Itel has launched a new smartphone with 256 GB storage and 12 GB RAM

The Truth Of Bengal, Mou Basu : টেকস্যাভি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর আনল ভারতীয় মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা itel। A70 নামের নয়া স্মার্টফোনের দাম রাখা হয়েছে ৭,২৯৯ টাকা। নতুন ইংরেজি বছরের প্রথম সপ্তাহেই ১০ হাজার টাকার কমে টেকসই অত্যাধুনিক ফোন এনেছে itel। নয়া ফোনের স্টোরেজ ২৫৬ জিবি আর ১২ জিবি র্যাম।
ফোনে থাকবে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে। ডায়নামিক বার প্রযুক্তিতে চলবে এই ফোন। ভারতের বাজারে ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজ ও ১২ জিবি র্যাম সমেত ২টি ভ্যারিয়ান্টে লঞ্চ হয়েছে নতুন স্মার্টফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন মারফত অনলাইনে কেনা যাবে এই ফোন। A70 নামক itel স্মার্টফোনে লাগানো হয়েছে 120Hz টাচ স্যাম্পলিং রেট। ফোনে থাকবে ১৩এমপি এইচডিআর রিয়ার ক্যামেরা ও ৮ এমপি এআই প্রযুক্তিযুক্ত সেলফি ক্যামেরা।
কম আলোতেও ভালো মানের ছবি তোলা যাবে। ৫ জানুয়ারি থেকে অনলাইন ও অফলাইনে কেনাকাটা করা যাবে। অ্যাজিউর ব্লু, ফিল্ড গ্রিন, স্টারলিশ ব্ল্যাক ও ব্রিলিয়ান্ট গোল্ড, এই ৪ রকমের রঙে মিলবে নতুন স্মার্টফোন। ফোন কল, চার্জ দেওয়ার ও ফেস আনলক করলে নোটিফিকেশন আসবে। ফোনে সুরক্ষার জন্য মিলবে ফেস রেকগনিশন ও সাইড-মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার।
FREE ACCESS