
The Truth of Bengal, Mou Basu: আকাশ জয়ের পর এবার সমুদ্র জয় করার স্বপ্নও দেখছে ভারত। সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার লক্ষ্যে মহাকাশে পাড়ি দিয়েছে চন্দ্রযান-৩। মহাকাশে নভশ্চর পাঠানোর লক্ষ্যে গগনযান প্রকল্পের পরিকল্পনা করেছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। এবার লক্ষ্য সমুদ্রের গভীর তলায় অভিযান চালানো।
সমুদ্রের অতলে কী রয়েছে তা এখনো রহস্যে ঢাকা। সমুদ্রের অতলে কী রয়েছে তার খোঁজ চালাতে “সমুদ্রযান” নামে প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। সাবমার্সিবল যানে চাপিয়ে একসঙ্গে ৩ অভিযাত্রীকে পাঠানো হবে সমুদ্রের তলায়। সমুদ্রের অতলে থাকা বিপুল জীববৈচিত্র্য আর প্রাণী ও উদ্ভিদ জগতের হদিশ পেতে এই গভীর সমুদ্রাভিযান। প্রথম ধাপেই অভিযাত্রী পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। তবে জীববৈচিত্র্য যাতে নষ্ট না হয় সেদিকেও বিজ্ঞানীরা সমান নজর রাখছেন।
এখন জোরকদমে প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিজ্ঞানীদের লক্ষ্য ২০২৬ সালে সমুদ্রের তলায় অভিযাত্রী পাঠানো। ৫ বছরের জন্য এই প্রকল্পের জন্য ৪০৭৭ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। “Matsya 6000” নামের সাবমার্সিবলে চাপিয়ে অভিযাত্রী পাঠানো হবে। সাধারণ অভিযানে ১২ ঘণ্টা সমুদ্রের তলায় থাকতে পারে এই সাবমার্সিবল যান। আপৎকালীন পরিস্থিতিতে অভিযাত্রীদের সুরক্ষায় ৯৬ ঘণ্টা পর্যন্ত সমুদ্রের তলায় থাকতে পারে ওই যান। এই অভিযান সফল হলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জাপান ও চিনের সঙ্গে এক আসনে বসবে ভারত।