প্রযুক্তি

আপনার আইফোনে কি কেউ আড়ি পাতছে? সন্দেহ হচ্ছে? বুঝবেন কীভাবে? জানুন

How do you know if someone is tampering with the iPhone?

The Truth Of Bengal, Mou Basu : সম্প্রতি দেশের রাজনৈতিক মহল তোলপাড় হয়েছে বিরোধী রাজনীতিবিদদের অত্যাধুনিক কেতাদুরস্ত অ্যাপলের আইফোনে আড়ি পাতার সতর্কবার্তা আসায়। এর আগেও স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে আইফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছিল।

কীভাবে বুঝবেন আপনার অত্যাধুনিক আইফোনে কেউ আড়ি পাতছে কিনা আপনার অগোচরে?
সবচেয়ে আগে আইফোন সব সময় আপডেট করে রাখবেন। অজানা অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। নিজের আইফোন অচেনা কারোকে দেবেন না।
যদি আপনার সন্দেহ হয় যে কেউ আপনার অগোচরে আপনার আইফোনে আড়ি পাতছে আর আপনার গতিবিধির ওপর নজর রাখছে তাহলে তার কিছু সংকেত আপনি পাবেন। আপনার ফোনের ডেটা তাড়াতাড়ি ফুরিয়ে যাওয়া। আপনার আইফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া। বিভিন্ন অ্যাপে গন্ডগোল, না খোলা। কাজকর্ম না হওয়া। ফোন তাড়াতাড়ি গরম হয়ে যাওয়া। ফোনে নজরদারি চালাতে কেউ যদি আপনার অগোচরে আপনার আইফোনে স্টকওয়্যার অ্যাপ ইনস্টল করে থাকে তবে তা ব্যাকগ্রাউন্ড কাজ করবে, কোনো রকম নোটিফিকেশন আসবে না।আপনার অগোচরে কেউ আপনার লোকেশন বা আপনি কোথায় আছেন তা জেনে যাবে খুব সহজে।

এক্ষেত্রে আপনি কী করবেন?

১) যদি কেউ আপনার অগোচর আপনার আইফোনে আড়ি পাতে তাহলে তার প্রথম লক্ষ্য আপনার আইফোনের ডিভাইস ম্যানেজমেন্ট প্রোফাইল। সে জন্য প্রথমেই আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে ক্লিক করুন। এরপর ভিপিএন অ্যান্ড ডিভাইস ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করুন। সন্দেহজনক কিছু না থাকলে আপনি সুরক্ষিত। যদি সন্দেহজনক অ্যাপ থাকে তাহলে ডেটা বা তথ্য ব্যাপআপ করে নিয়ে ফ্যাক্টরি রিসেটিং করে নিন।

২) আইফোনে লুকোনো অচেনা অজানা সন্দেহজনক কোনো স্টকওয়্যার অ্যাপ আছে কিনা দেখতে আইফোনের হোমস্ক্রিনের বাঁদিকে সোয়াইপ করুন যতক্ষণ না পর্যন্ত অ্যাপ লাইব্রেরি আসে। সার্চ বারে আইফোনে ইনস্টল করা সব অ্যাপের হদিশ পাবেন। সন্দেহজনক অ্যাপ দেখলে সঙ্গে সঙ্গে আনইন্সটল করুন।

৩) অ্যাপল কর্তৃপক্ষ “ফাইন্ড মাই অ্যাপ” তৈরি করেছে। হ্যাকাররা এর অপব্যবহার করতে পারে। তাই ফাইন্ড মাই অ্যাপে ক্লিক করে “পিপল” ট্যাবে ক্লিক করুন। আপনার লোকেশন ট্র্যাক করা অচেনা অজানা সন্দেহজনক ব্যক্তিকে সরিয়ে দিন। প্রয়োজনে লোকেশন শেয়ারিং অপশন বন্ধ করে দিন|

৪) সমস্ত তথ্য ব্যাকআপ করে নিন আইক্লাউডে তারপর আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে ক্লিক করুন। ট্রান্সফার অর রিসেট অপশনে ক্লিক করুন। ৫) আইফোনে ইনস্টল করা বিভিন্ন অ্যাপের কাছে কী অনুমতি আছে তা জানতে আইফোনের সেটিংস অপশনে ক্লিক করুন। প্রাইভেসি অ্যান্ড সিক্যুরিটি অপশনে ক্লিক করুন। অ্যাপ প্রাইভেসি রিপোর্ট চাইতে পারেন। সন্দেহজনক অ্যাপ ডিলিট করে দিন।

Related Articles