প্রযুক্তি

স্ক্রিনশট দেখেই বলে দেবে জায়গার লোকেশন! গুগল ম্যাপ আনল নয়া ফিচার

Google Maps introduces new feature that will tell you the location of a place just by looking at the screenshot

Truth Of Bengal: জনপ্রিয় লোকেশন ট্র্যাকিং ফিচার হল গুগল ম্যাপ। এই ফিচার অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মে কাজ করে। গুগল ম্যাপ ব্যবহারকারীদের সময় বাঁচাতে নয়া ফিচার চালু করল। তবে শুধু আইফোন ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপ নয়া ফিচার চালু করেছে।

নয়া ফিচারে কোনো স্ক্রিনশট দেখেই জায়গার নাম ও লোকেশন আপনাআপনি চিহ্নিত করতে পারা যাবে। স্ক্রিনশট দেখে ম্যাপ আপনাআপনি লোকেশন চিহ্নিত করে সেভ করা জায়গার একটা তালিকা প্রস্তুত করবে। এতে গুগল ম্যাপ অ্যাপে ঢুকে লোকেশনের নাম টাইপ করতে বারবার ফোনের গ্যালারি খুলতে হবে না।

আইফোনে স্ক্রিনশট দেখে জায়গার লোকেশন কীভাবে চিহ্নিত করবে গুগল ম্যাপ

আইফোন ব্যবহারকারীদের নিজেদের ফোনে গুগল ম্যাপ অ্যাপের সাম্প্রতিক ভার্সন আপডেট করতে হবে।

অ্যাপ খুলুন। নীচে থাকা “You” ট্যাব ক্লিক করুন।

স্ক্রিনশট নামে নতুন প্রাইভেট লিস্ট দেখতে পাবেন।

গুগল আপনার ফোনের ফটো গ্যালারি খুঁজে স্ক্যান করে স্ক্রিনশট দেখে লোকেশনের জায়গা চিহ্নিত করবে। সাজেশন দেবে।

অটোস্ক্যান অপশন চালু থাকলে গুগল ফটো গ্যালারিতে থাকা সব স্ক্রিনশট স্ক্যান করে “স্ক্রিনশট” সেকশনে বেছে রাখবে। আবার আপনি অটোস্ক্যান অপশন বন্ধ করে রাখলে একটা একটা করে স্ক্রিনশট ছবি স্ক্যান করে রাখবে। আপনি সেভ করতে পারেন আবার নাও পারেন ছবি