প্রযুক্তি
Trending
এবার ডাক্তারদের মতো রোগীদের সঙ্গে কথা বলবে এআই প্রযুক্তিতে চলা গুগল চ্যাটবট
Google chatbot running on AI technology will talk to patients like doctors

The Truth Of Bengal, Mou Basu : টেক জায়েন্ট গুগল এবার তৈরি করল নতুন এক চ্যাটবট। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে কাজ করবে গুগলের নতুন চ্যাটবট। মানুষ ডাক্তারের মতোই গুগলের নতুন চ্যাটবট রোগীদের সঙ্গে কথা বলবে।
রোগ ডায়াগনোসিস বা চিহ্নিত করতে পারবে গুগলের চ্যাটবট। গুগলের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের বিজ্ঞানীরা Articulate Medical Intelligence Explorer নামক এআই প্রযুক্তিযুক্ত চ্যাটবট তৈরি করেছেন।
চ্যাটবটকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নভেল সেলফ-প্লে বেজড স্টিমিউলেটেড ডায়াগনস্টিক ডায়ালগ এনভায়রনমেন্ট তৈরি করেছেন বিজ্ঞানীরা। এই পদ্ধতিতে ভার্চুয়াল কেয়ার সেটিং করা হবে। arXiv preprint server নামক জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা।
FREE ACCESS