প্রযুক্তি

সুখবর ! এবার আপনি ইউপিআই পেমেন্ট করতে পারবেন সংযুক্ত আরব আমীরশাহীতে

Good news! Now you can make UPI payments in UAE

The Truth Of Bengal, Mou Basu : ফোন পে ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার সংযুক্ত আরব আমীরশাহীতে বেড়াতে বা কাজে গেলে খুব সহজে ফোন পে পেমেন্ট ওয়ালেটের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যাবে। সংযুক্ত আরব আমীরশাহীতে Mashreq’s Neopay terminal এ অনলাইনে লেনদেন করা যাবে। সংযুক্ত আরব আমীরশাহীতে ফোন পে’র মাধ্যমে অনলাইনে পেমেন্ট করা যাবে একাধিক রিটেল স্টোর, রেস্তোরাঁ, হোটেল, পর্যটনকেন্দ্রে।

কীভাবে ফোন পে’র মাধ্যমে অনলাইনে পেমেন্ট করা যাবে?

ব্যবহারকারীর স্মার্টফোনে ফোন পে অ্যাপ ডাউনলোড করে নিন। কিউআর কোড স্ক্যান করতে হবে। ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। ভারতীয় টাকায় পেমেন্ট করা যাবে। মুদ্রা এক্সচেঞ্জ রেট দেখাবে। এছাড়াও সংযুক্ত আরব আমীরশাহীতে বসবাসকারী অনাবাসী ভারতীয়রা সংযুক্ত আরব আমীরশাহীর মোবাইল নম্বর থাকলেও ফোন পে অ্যাপ ডাউনলোড করা যাবে। তারপর অনলাইন পেমেন্টের জন্য এনআরই ও এনআরও অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন।

Related Articles