হাঁটতে গিয়ে হোঁচট খাচ্ছে রোবট! টেসলার অপটিমাসের ভিডিও দেখে হাসির রোল নেটে
Elon Musk's Tesla robot learns to 'stumble like human' in viral video

Truth Of Bengal: হাঁটছে রোবট! ইনস্টাগ্রামে টেসলা-র শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, হিউম্যানয়েড রোবটটি একটি ঢালে হাঁটার চেষ্টা করছে। এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল নেটদুনিয়ায়। ভিডিওটি ভাল করে দেখলে দেখবেন, ঢালু রাস্তায় হাঁটতে হাঁটতে হোঁচট খায় রোবট। তারপর আবার হাঁটতে থাকে।
ভিডিওটির ক্যাপশনে লেখা, “মানুষের মতো হাঁটতে হলে আপনাকে প্রথমে মানুষের মতো হোঁচট খেতে শিখতে হবে।
View this post on Instagram
নেটিজেনরা এখন এই ভাইরাল ভিডিও নিয়ে মজেছেন। একজন নেট ইউজার লিখছেন, “মনে হচ্ছে আমি ভোর ৪ টায় মাতাল হয়ে বাড়ি ফিরছি”।
এই ভিডিও ঘিরে কার্যত হাসির রোল উঠেছে। এর পাশাপাশি হিউমানয়েড রোবটের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন নেটিজেনরা। অনেকেই প্রযুক্তির ময়দানে টেসলার অগ্রগতির প্রশংসা করেন।
প্রসঙ্গত, ধনকুবের ইলন মাস্কের সংস্থা টেসলার Optimus রোবট বেশ জনপ্রিয়। ক্যালিফোর্নিয়ার একটি অনুষ্ঠানে সম্প্রতি সাধারণ মানুষের সামনে আনা হয় তাকে। খাবার, পানীয় পরিবেশন থেকে, নাচেও অংশ নেয় Optimus. অতিথিদের সঙ্গে আলাপচারিতা সারে, তোলে সেলফি-ও। তাকে নিয়ে প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন হয়েছিল।