প্রযুক্তি

সিভি লিখবে এআই, উদ্যোগ মহারাষ্ট্র সরকারের

Technology

The Truth of Bengal,Mou Basu: চাকরিপ্রার্থী যুবক যুবতীরা অনেক সময়ই চাকরির আবেদন করতে গিয়ে সমস্যায় পড়েন। হোঁচট খান ঠিকমতো জীবনপঞ্জি বা সিভি লিখতে গিয়ে। কারণ, অল্প কথায় সঠিক সিভি লেখাটা একটা আর্ট। অনেকেই ঠিকমতো সিভি লিখতে পারেন না। কিন্তু চাকরির আবেদনের প্রথম ধাপ হল আকর্ষণীয় সঠিক সিভি লেখা তাও আবার অল্প কথায়। এবার সঠিক সিভি লিখে দেবে এআই প্রযুক্তি বা কৃত্রিম মেধা। সৌজন্যে মহারাষ্ট্র সরকার।
অনেক সময় পড়ুয়ারা এআই প্রযুক্তির সাহায্যে প্রোজেক্ট করছে বা রচনা লিখে নিচ্ছে বলে আপত্তি জানান শিক্ষকরা। কিন্তু এর সম্পূর্ণ বিপরীত দিকে হাঁটছে মহারাষ্ট্র সরকার।

রাজ্যের চাকরিপ্রার্থীদের কথা ভেবে মহারাষ্ট্র সরকারের স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্ত্রপ্রনারশিপ দফতর সিদ্ধান্ত নিয়েছে এবার চাকরিপ্রার্থীদের জন্য সঠিক সিভি লিখতে কৃত্রিম মেধা প্রযুক্তির ব্যবহার করা হবে। এই উদ্যোগ মহারাষ্ট্র সরকারের মন্ত্রী মঙ্গল প্রভাত লোধার মস্তিষ্কপ্রসূত। নয়া এই উদ্যোগে এক লাখ চাকরিপ্রার্থীর সিভি লিখতে কৃত্রিম মেধা প্রযুক্তির ব্যবহার করতে চলেছে মহারাষ্ট্র সরকার। এআই প্রযুক্তি ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে হাই কোয়ালিটি পারফেক্ট সিভি লেখা হয়ে যাবে বলে দাবি করেছে মহারাষ্ট্র প্রশাসন।

কীভাবে মহারাষ্ট্রের চাকরিপ্রার্থীরা এআই প্রযুক্তির সাহায্যে তাঁদের সঠিক সিভি লেখাবেন?
চাকরিপ্রার্থীদের হোয়াটসঅ্যাপে ৮৬৫৫৮২৬৬৮৪ নম্বরে ‘hi’ লিখে পাঠিয়ে দিতে হবে। কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে।নয়া উদ্যোগ প্রসঙ্গে মহারাষ্ট্র সরকারের তরফে বলা হয়েছে, মেধা রয়েছে, কাজের সুযোগও রয়েছে এমন চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সঠিক সিভি লিখতে পারেননি বলে মার খেয়েছেন। যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাননি। সে জন্যই চাকরিপ্রার্থীদের জন্য সঠিক ডিজিটাল সিভি লিখে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাও আবার কৃত্রিম মেধা ব্যবহার করে। সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে, কৃত্রিম মেধা ব্যবহারের ক্ষেত্রে সামনের সারিতে রয়েছে ভারত।

Related Articles