পিন ছাড়াই স্মার্টওয়াচের মাধ্যমে ৫ হাজার টাকা পর্যন্ত কনট্যাক্টলেস লেনদেন
Contactless transactions up to Tk 5000 through smartwatch without PIN

Truth Of Bengal: Airtel Payments Bank গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৪ ইভেন্টে Noise এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর সহযোগিতায় ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড (NCMC) প্রযুক্তিযুক্ত একটি স্মার্টওয়াচ বাজারে আনল। এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের স্মার্টওয়াচে রয়েছে ইন্টিগ্রেটেড রুপে (Rupay) চিপ, যার মাধ্যমে সরাসরি স্মার্টওয়াচ থেকেই পেমেন্ট করা যাবে।
এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক স্মার্টওয়াচের ডায়ালে এমবেডেড Rupay চিপ রয়েছে, যার মাধ্যমে দ্রুত পেমেন্ট করা যাবে। এটির মাধ্যমে ট্যাপ অ্যান্ড পে ট্র্যানজ্যাকশন করা যাবে। এর ফলে যে কোনো জায়গা থেকে সরাসরি স্মার্টওয়াচের মাধ্যমে পেমেন্ট করা যাবে। এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক স্মার্টওয়াচ থেকে কন্ট্যাক্টলেস পেমেন্টও করা যাবে। পিন না দিয়েই স্মার্টওয়াচের মাধ্যমে ৫ হাজার টাকা পর্যন্ত কন্ট্যাক্টলেস লেনদেন সম্ভব।
তবে এর বেশি টাকার লেনদেনে পিন দিতে হবে। নতুন এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক স্মার্টওয়াচটি ব্লাড-অক্সিজেন স্যাচুরেশন (SpO2), শরীরের তাপমাত্রা, হার্ট রেট এবং বিপি মনিটর সহ বেশ কয়েকটি হেলথ এবং ফিটনেস ট্র্যাকিং ফিচার আছে। এতে ১৩০টি স্পোর্টস মোড এবং ১৫০টি ক্লাউড-ভিত্তিক ওয়াচফেস সাপোর্ট রয়েছে। এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক স্মার্টওয়াচ ফুল চার্জে 10 দিন পর্যন্ত চলতে পারে।