প্রযুক্তি
Trending

প্রযুক্তির আশীর্বাদ, প্রৌঢ়ের প্রাণ রক্ষা করল অ্যাপলের স্মার্টওয়াচ

Apple's smartwatch saved the life of the old man

The Truth Of bengal, Mou Basu : অত্যাধুনিক প্রযুক্তির অ্যাপলের স্মার্টওয়াচ আজ ব্যবহারকারীদের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। সম্প্রতি আমেরিকার এক প্রৌঢ়ের প্রাণ রক্ষা করেছে অ্যাপলের স্মার্টওয়াচ। অ্যাপল কর্তৃপক্ষকে ওই ব্যক্তিকে কৃতজ্ঞতা স্বীকার করে জানিয়েছেন, অ্যাপল স্মার্টওয়াচ তাঁর হৃদযন্ত্রের গোপন অসুখ খুঁজে বের করতে সাহায্য করেছে। এর ফলে তিনি কোনো বড়ো বিপদ ঘটার আগেই রক্ষা পেয়েছেন। সাউথ ক্যারোলিনা আইকেন বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ৬৫ বছর বয়সী জেফ প্রিস্ট নিজের অ্যাপল ওয়াচের মাধ্যমে নিজের স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আপডেট পান। জেফ, একদিন যখন সোফায় বসেছিলেন, তখন তাঁর অ্যাপল স্মার্টওয়াচ তাঁকে অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন (AFib) নামক হার্টের অবস্থার হঠাৎ পরিবর্তন সম্পর্কে অবহিত করে বা ওয়ার্নিং দেয়।

যেহেতু জেফের কোনো হৃদরোগের সমস্যা বা পূর্ব অসুখ ছিলনা, তাই তিনি প্রাথমিকভাবে ভেবেছিলেন এটি একটি ডিভাইসের ত্রুটি। কিন্তু, স্ত্রী এলেনের পীড়াপীড়িতে জেফ সতর্ক থাকতে একটি মেডিকেল চেকআপ করার সিদ্ধান্ত নেন। আর হাসপাতালে যেতেই চিকিৎসকরা জানান যে সত্যিই তাঁর হার্টের সমস্যা রয়েছে। সে’ক্ষেত্রে জেফের কোনো অসুখের উপসর্গ না থাকলেও তাঁকে মনিটরিংয়ের মধ্যে রাখা হয় এবং ওষুধ দেওয়া হয়।

এরপর জেফ, নিজের হৃদযন্ত্রকে স্থিতিশীল রাখার জন্য ওষুধ খেতে শুরু করলেও দু’দিন পরেই আবার কিছু গন্ডগোল অনুভব করেন। এই সময়ও তাঁর অ্যাপল স্মার্টওয়াচ অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন তথা হৃদযন্ত্রের ছন্দে হঠাৎ পরিবর্তন সম্পর্কে ওয়ার্নিং দেয়। এদিকে, ওই প্রৌঢ় বারবার হাসপাতালে না গিয়ে বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট না নিয়েই কেবল তাঁর অত্যাধুনিক হাতঘড়ির সাহায্যে হৃদস্পন্দন ট্র্যাক করতে সক্ষম হন। অ্যাপল, ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমোদন পাওয়ার পরে ২০২২ সালে তার watchOS 9-এর সাথে এই রোগের ওয়ার্নিং ফিচার চালু করেছিল।

 

FREE ACCESS

Related Articles