এআই প্রযুক্তি নির্ভর রেব্যান মেটার স্মার্টগ্লাস আসতে চলেছে ভারতে
AI-based Rayban Mate smart glasses are coming to India

Truth of Bengal: শিগগিরই ভারতের বাজারে আসতে চলেছে এআই প্রযুক্তি নির্ভর Ray-Ban Meta-র স্মার্টগ্লাস ৷ ইতালির বিলাসবহুল চশমা ব্র্যান্ড রে-ব্যানের সঙ্গে যৌথ উদ্যোগে AI সাপোর্টেড ফিচারের এই চশমা লঞ্চ করতে চলেছে মেটা । মেটার তরফে ঘোষণা করা হরেছে, যে এই স্মার্টগ্লাস শিগগিরই ভারতে চালু করা হবে, তবে ঠিক কবে এটি ভারতের বাজারে আসবে তা এখনও উল্লেখ করা হয়নি ৷ ভারতে লঞ্চ হওয়ার পর, এটি সম্ভবত RayBan India, Meta স্টোর এবং অন্যান্য আউটলেটে বিক্রি শুরু হবে । বিশ্ব বাজারে এই চশমার দাম প্রায় ২৬ হাজার টাকার আশপাশে থাকবে।
এটি হ্যান্ডস-ফ্রি চশমা হবে। ব্যবহারকারীরা মেমরি সংগ্রহ করতে এবং গান শুনতে পারেন। ব্যবহারকারীরা মোবাইল ফোন ব্যবহার-না করেই সব কিছু করতে পারবেন। এই চশমাগুলিতে 5টি মাইক্রোফোন ব্যবহার করা হবে ৷ যা উন্নত অডিও এবং ANC এর সঙ্গে যুক্ত থাকবে। ফলে ব্যবহারকারীরা ফোন কল থেকে শুরু করে গান ও পডকাস্ট দেখতে পাবেন। ব্যবহারকারীরা এই চশমাগুলিতে ভয়েজ অ্যাক্টিভেটেড অ্যাসিস্ট্যান্টের সুবিধাও পাবেন । ‘হে মেটা’ বলে সেটি অ্যাক্টিভেট করতে হবে ৷ ব্যবহারকারীরা এটিতে রিয়েল-টাইম অনুবাদের সুবিধাও পাবেন । কনটেন্টকে ইংরেজি, ফরাসি, ইতালীয় এবং স্প্যানিশ ভাষার অনুবাদ করতে পারবেন । এই চশমাগুলি কোয়ালকম স্ন্যাপড্রাগন AR1 Gen1 প্রসেসর দ্বারা চলবে।
ব্যবহারকারীরা এই চশমার সাহায্যে দ্রুত ছবি তোলা এবং ভিডিও করতে পারবেন 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরার মাধ্যমে। এছাড়াও, আপনি ভয়েস কম্যান্ড ব্যবহার করে ছবি এবং ভিডিও তুলতে পারেন । Ray-Ban Meta সানগ্লাসে Wi-Fi 6 কানেক্টটিভিটি এবং Bluetooth 5.0 সাপোর্ট থাকবে। চশমায় একবার চার্জে ৩৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে । 3 জিবি স্টোরেজ অপশন ও ধুলোবালি, জল থেকে প্রতিরোধের জন্য IPX4 রেটিং থাকবে।