খেলা

WPL এর সূচি ঘোষণা

Women's Premier League

The Truth of Bengal: WPL এর পূর্ণাঙ্গ সূচি এবার  প্রকাশ্যে এসেছে।এই টুর্নামেন্টে  শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি থেকে। উদ্বোধনী সংস্করণেই বেশ সাফল্যের মুখ দেখেছিল উইমেন্স প্রিমিয়ার লিগ। গতবার উইমেন্স প্রিমিয়ার লিগ  ছিল শুধু মুম্বাইয়ের মধ্যে তবে এবার সাফল্য দিতে দেশের অন্যান্য ভেন্যুতেও হবে। এবার উইমেন্স প্রিমিয়ার লিগের ক্ষেত্রে দুটো ভেন্যুকে বাড়ানো হয়েছে। দিল্লি ও বেঙ্গালুরুতে। এছাড়া উঠে এল উদ্ধোধনী ম্যাচ এবং ফাইনাল কোথায় খেলা হবে, সেই সংক্রান্ত আপডেট।

তবে উদ্বোধনী ম্যাচ চিন্নাস্বামীতে হবে। আর  ফাইনাল হবে  অরুণ জেটলি স্টেডিয়ামে। ভেন্যুর সংখ্যা বাড়ানোর কারণে বেশ খুশি ক্রিকেটপ্রেমীরা কারণ এতে সাফল্য আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরাও ।  গত বছরের মতো মোট পাঁচটি দলই অংশগ্রহণ করবে ওই টুর্নামেন্টে। ভেনুর সংখ্যা বাড়লে ও  এবারে ডব্লিউপিএলেও নিয়মের কোনো পরিবর্তন  হচ্ছে না। গতবারের মতো একই নিয়ম মেনেই খেলা হবে এবারের ডব্লিউপিএল। প্রতিটি ম্যাচই হবে সন্ধে ৭.৩০ থেকে হবে বলেই জানা গেছে।

এক দিকে যখন , মহিলা প্রিমিয়ার লিগের দিনক্ষণ চূড়ান্ত। তখনও আইপিএলের সূচি নিয়ে জটিলতা রয়েছে। কারণ এবার দেশে রয়েছে লোকসভা ভোট। এবার ভোটের জন্য ভেন্যু নিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে ভোটকে সেই সঙ্গে সূচি নিয়েও । যদিও বোর্ডের চিন্তাভাবনা রয়েছে 22 মার্চ থেকে আইপিএল শুরু করতে। কারণ সামনে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এই আইপিএল কে দেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন করবে বোর্ড কর্তারা।

Related Articles