WPL এর উদ্বোধনে গ্ল্যামারের ছড়াছড়ি, উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কিং খান
WPL Opening ceremony

The Truth of Bengal: শুরু হতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগ এর দ্বিতীয় মরসুম। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এবার অনুষ্ঠান হতে চলেছে , যে অনুষ্ঠানে হাজির থাকবেন বলিউড বাদশা শাহরুখ খান থেকে শুরু করে এক ঝাঁক তারকারা। উইমেন্স প্রিমিয়ার লিগ এর দ্বিতীয় মরসুমের উদ্বোধনী অনুষ্ঠানের আগে WPL এর তরফ থেকে এক্সে শাহরুখ খানের ছবি পোস্ট করে লেখা হয়েছে ক্রিকেটের কুইনডম উদযাপন করতে উপস্থিত থাকবেন শাহরুখ খান,সে কারণে তৈরি হয়ে নাও সকলে।
এই অনুষ্ঠানে শাহরুখ খানের পাশাপাশি কার্তিক আরিয়ান , বরুণ ধাওয়ান , টাইগার শ্রফদের মতো তারকারা। গতবছর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন কিয়ারা আডবানি ও কৃতি শ্যানন । ২৩ ফেব্রুয়ারি থেকে হতে চলেছে এই টুর্নামেন্ট। চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। ১৭ ই মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে বেঙ্গালুরু ও দিল্লীতে।ফাইনাল হবে নয়াদিল্লিতে। আইপিএল এর মত wpl নিয়েও আগ্রহ রয়েছে আমজনতার।
এই উদ্বোধনী অনুষ্ঠান একেবারে জমকালো ভাবে হতে চলেছে। wpl এর টুর্নামেন্ট যেমন আমজনতা উপভোগ করবেন তেমনই এর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপভোগ করবেন। এখন আইপিএল এর মত ডব্লু পি এল নিয়েও দেশবাসী মাথা ঘামান। ট্রেনে বাসে ট্রামে তারাও এই ডব্লিউ পি এল নিয়ে আলোচনা করেন। এবারের আইপিএলের প্রথম ম্যাচে অংশগ্রহণ করবে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস।