খেলা

আনসেলত্তির সহকারী হতে আগ্রহী বিশ্বকাপজয়ী প্রাক্তন ফুটবলার কাকা

World Cup-winning former footballer Kaka is interested in becoming Ancelotti's assistant

Truth of Bengal: খুব শীঘ্রই ব্রাজিল দল নিয়ে মাঠে নেমে পড়বেন কার্লোস আনসেলত্তি‌। আর এবার আনসেলত্তির সহকারী হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ও প্রাক্তন ফুটবলার কাকা।

এই প্রসঙ্গে কাকা বলেন, ‘ যদি দল মনে করে যে আমি দলের কাছে লাগব, তাহলে আমি দলের কাছে লাগব তাহলে আমি তৈরি দলকে তৈরি।’

কাকার আরও বলেন, ‘আমি খেলা ছেড়ে দিয়েছি সেই ২০১৭ সালে। তারপর থেকে আমি নিজেকে প্রস্তুত করেছি প্রতিনিয়ত। যাতে ভবিষ্যতে কোচিং জীবনে পা রাখলে কোনও অসুবিধা না হয়।

উল্লেখ্য, আনসেলত্তির কোচিংয়ে কাকা এসি মিলানে খেলেছেন। এবং সেই সময় বহু ট্রফি জয় করেছিল মিলান। এরপর রিয়ালেও বেশ কিছুটা সময় দুজনে কাটিয়েছিলেন। ফলে আনসেলত্তির কোচিং ভালই বোঝেন কাকা। সেই হিসাবেই তিনি ব্রাজিলে আনসেলত্তির সহকারী হলে লাভবান হতে পারে ব্রাজিল দল, এমনটাই মনে করছেন ফুটবল‌ বিশেষজ্ঞরা।

Related Articles