খেলা

বিশ্ব কাপের উন্মাদনা তুঙ্গে, সেই সঙ্গে আবহাওয়া ভাবিয়ে তুলেছে ক্রীড়াপ্রেমিদের

World Cup

The truth of Bengal: রবিবার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার খেলা। যে খেলা ঘিরে উত্তেজনা তুঙ্গে। আবহাওয়া ভাবিয়ে তুলেছে ক্রীড়াপ্রেমিদের। বৃষ্টিতে কি বিঘ্নিত হবে খেলা, সেই প্রশ্নও উঠলেও ক্রিকেট বিশেষজ্ঞরা জানালেন, সামান্য বৃষ্টি হলেও  খেলায় কেনও সমস্যা হবে না। ইডেন গার্ডেন্সের আউটফিল্ড ও পিচ ঢাকা রয়েছে।

রবিবারের ম্যাচ নিয়ে কি বলছেন ক্রিকেট বিশেষজ্ঞ সম্বরণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শহরে এসেছেন রোহিত ও বিরাটরা। কলকাতায় এসেই ইডেনে পিচ দেখতেও  গিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। অন্যদিকে দক্ষিন আফ্রিকার টিম শহরে রয়েছে। শনিবার বিকালবেলা থেকে শহরের আকাশ মেঘলা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আকাশ পরিষ্কারই থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।সর্বশেষ বলা যায় সামান্য বৃষ্টি ম্যাচের কিছুই করতে পারবে না। এমনকি  দর্শকদের উন্মাদনাও একটুও কমবে না

Free Access

Related Articles