খেলা

‘দিল জশন বোলে’ বিশ্বকাপের থিম সং লঞ্চ

World cup anthem sports

The Truth of Benhal: খেলা আর গান যেন ভারতের অংশ। ভারতীয় সংস্কৃতির সাথে খেলা আর গান জড়িয়ে রয়েছে একেবারে ওতপ্রোতভাবে। ভারতের মাটিতে এবার হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এবার সেই নিয়েই প্রকাশিত হলো অফিশিয়াল থিম সং। ‘দিল জশন বোলে’। বলিউডের তারকা রণবীর সিং এবং মিউজিক কম্পোজার প্রিতমের যৌথ উদ্যোগে দেখা যাচ্ছে এই থিম সং।

বিশ্বের সমস্ত ক্রিকেটপ্রেমীদেরকে এই গানের মাধ্যমেই ভারতে হতে চলা বিশ্বকাপের সফর করানো হবে। ভারতে ক্রিকেট শুধুমাত্র একটা খেলা নয় রীতিমতো ধর্ম হয়ে গিয়েছে মানুষের আবেগের সাথে জুড়ে। প্রসঙ্গত ২০১১ সালে ভারতের মাটিতেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।এইবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ের ভিডিয়ো প্রকাশে রণবীর সিং বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত। আমার কাছে এটা বিরাট সম্মানের বিষয়।

এটা শুধু খেলাই নয়, ভালোবাসারও উৎসব’। সঙ্গীতকার প্রীতমও আবেগে ভাসছেন। তিনিবলেন, ‘এই গানটি শুধুমাত্র ১৪০ কোটি ভারতবাসীর জন্যই নয়, বিভিন্ন দেশের যে ক্রিকেট প্রেমীরা আসছেন, তাদেরও সেলিব্রেশনের অংশ’। ক্রিকেটপ্রেমীদেরকাছেএইথিমসংএকেবারেহাতেচাঁদপাওয়ারমত। ইতিমধ্যেইএগুলিসোশ্যালমিডিয়াতেরীতিমতভাইরালহয়। ফেসবুক, ইন্সটাগ্রাম, সহবিভিন্নজনপ্রিয়সোশ্যালমিডিয়াতেএইভি

Related Articles