খেলা
Trending

কলকাতায় উইম্বলডন গ্রান্ড স্ল্যাম জয়ী তারকা,

Wimbledon Grand Slam winner in Kolkata,

The Truth Of Bengal: কলকাতায় এলেন উইম্বলডন গ্রান্ড স্ল্যাম জয়ী তারকা ইয়ারাস্লোভা স্বেডোভা। শহরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব যুব টেনিস টুর্নামেন্টের আসর।

বিশ্ব যুব টেনিস টুর্নামেন্টের আসর বসছে কলকাতায়, আর সেই উপলক্ষেই ‘সিটি অফ জয়’ কলকাতাতে এসেছেন উইম্বলডন গ্রান্ড স্ল্যাম জয়ী তারকা ইয়ারাস্লোভা স্বেডোভা। কাজাকিস্তান দলের কোচিং স্টাফ হিসেবে কলকাতা সফরে এসেছেন তিনি।  তিনি জানিয়েছেন ভারতে প্রতিভার কোনও অভাব নেই। যা দরকার তা হল প্রতিভাকে সঠিক পথ দেখানো এবং অবশ্যই সঠিক সময়ে দেখানো। পাশাপাশি ভারতের খুদে প্রতিভা এবং তাদের বাবা-মা’দের জন্য তিনি দিয়েছেন বিশেষ বার্তা। বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের কোর্টে ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিশ্ব যুব টেনিসের আসর। সেখানে কাজাকিস্তানের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন ৩৬ বছর বয়সী এই তারকা।

শ্বেডোভা ভারতীয় টেনিসকে আরও পেশাদার হওয়ার কথা বলেছেন। তিনি জানান, ভারতে প্রতিভার কোন অভাব নেই। রয়েছে একাধিক টেনিস খেলোয়াড়।কাজাকিস্তানে এতজন খেলোয়াড় পাওয়াই সম্ভব নয়। কাজাকিস্তানে বক্সিং অনেক জনপ্রিয় খেলা। দেশের খুদেদের সেই দিকেই আগ্রহ বেশি। ভারতের মতো কাজাকিস্তানে তেমন কোনও তারকাও নেই টেনিসে। যাঁদেরকে দেখে তরুণ প্রতিভারা অনুপ্রাণিত হতে পারে। অনেক বাবা-মায়েরা ছেলেমেয়েদের পুরোপুরি টেনিস খেলার মধ্যে পাঠাতে রাজি হন না। তাদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন,ছেলেমেয়েদের উপর থেকে যদি পড়াশোনার চাপ সরানো যায় তাহলে তারা আরও ভাল টেনিস খেলবে।ভারতীয় টেনিসকে আরও বেশি পেশাদার হতে হবে।

Free Access

Related Articles