খেলা

প্রথম কিউয়ি ক্রিকেটার হিসেবে টেস্টে ৯০০০ রান উইলিয়ামসনের

Williamson becomes first Kiwi cricketer to score 9,000 runs in Tests

Truth Of Bengal: ওভালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৯০০০ রান পূর্ণ করে নজির গড়লেন কেন উইলিয়ামসন। প্রথম নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়লেন এই কিউয়ি ক্রিকেটার। নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করলেও, বিশ্বের মধ্যে তিনি হলেন তৃতীয় ক্রিকেটার যিনি এমন নজির গড়েলেন। প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়কের আগে এমন কৃতিত্ব রয়েছে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ার্ন লারার ঝুলিতে।

উল্লেখ্য, উইলিয়ামসন তাঁর টেস্ট ক্যারিয়ারে এই নজির গড়লেন ১০৩টি ম্যাচ খেলে। এর আগে টেস্টে সমসংখ্যক ম্যাচ খেলে ৯০০০ পূর্ণ করেছিলেন দুই প্রাক্তন ক্রিকেটারছ। এঁরা হলেন শ্রীলঙ্কার কুমারা সাঙ্গাকারা এবং পাকিস্তানের ইউনুস খান। সাঙ্গাকারা ১৭২ তম ইনিংসে ৯০০০ রানের মাইলস্টোনে পৌঁছেছিলেন। ইউনিস খান করেছিলেন ১৮৪টি ইনিংস খেলে। ইনিংসের দিক থেকে ইউনিসকে পিছনে ফেলে সাঙ্গাকারার সমসংখ্যক ইনিংস খেলে এই নজির গড়লেন উইলিয়ামসন।

প্রসঙ্গত, এই মুহূর্তে ইংল্যান্ডের ওভালে প্রথম টেস্ট খেলতে ব্যস্ত নিউজিল্যান্ড। কিউয়িদের প্রথম ইনিংসে ৩৪৮ রানের জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৪৯৯ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ১৫৫ রান। এই ইনিংসেও ব্যাট হাতে মূল্যবান ৬১ রান করেন উইলিয়ামসন। দিনের শেষে কিউয়িরা এগিয়ে রয়েছে মাত্র ৪ রানে।

Related Articles