খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী খেলবে ইংল্যান্ড?

England

The Truth of Bengal: ক্রিকেট ক্যালেন্ডারে আবার ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি । ২০২৫ সালে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান আয়োজক হওয়ায় পাকিস্তান এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। মোট ৮টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। ভারতের মাটিতে চলতি ওডিয়ায় বিশ্বকাপে পয়েন্ট টেবলের প্রথম ৭ টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। তবে পয়েন্ট টেবেলের হিসেব বলছে সেই তালিকা থেকে ইংল্যান্ডের বাদ পড়ার সম্ভবনা রয়েছে। সেই সম্ভবনা সত্যি হলে  ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে না ইংল্যান্ড। ক্রিকেট ক্যালেন্ডারে আবার ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি । এ বছরই নয়, ২০২৫ সালে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

এই মুহূর্তে ভারতের মাটিতে চলছে ওডিআই বিশ্বকাপ । তারই মাঝে আইসিসি জানিয়ে দিল পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন কোন দল খেলবে। মোট ৮টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। তার মধ্যে পাকিস্তান যেহেতু আয়োজক তাই সরাসরি বাবর আজমরা ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। এই ৭টি দল বাছাই করা হবে  ভারতে চলতি বিশ্বকাপ থেকে। এই টিকিট পাবে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষে পয়েন্ট টেবলের প্রথম ৭টি দল। ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা ৪টি দল ছাড়াও আরও তিনটি দল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে।

আসলে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষে পয়েন্ট টেবলের পঞ্চম থেকে সপ্তম স্থানে থাকা দলগুলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে বলা হয়ে থাকে মিনি বিশ্বকাপও। আপাতত চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবলের যা পরিস্থিতি, তাতে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকার সম্ভবনা রয়েছে ইংল্যান্ডের। যদি তেমনটা হয় প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির সুযোগ পাবে না ইংল্যান্ড। যা বিশ্ব ইতিহাসে প্রথমবার খেলতে পারবে না ইংল্যান্ড। এখন দেখার চলতি ওডিআই বিশ্বকাপ পয়েন্ট টেবলের কোন কোন দল এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পায়।

Free Access

Related Articles