খেলা

বিরাটের ফর্মই ছন্দে ফিরিয়েছে আরসিবিকে

Virat's form has brought RCB back into rhythm

Truth Of Bengal: ইন্দুভূষণ রায়, প্রাক্তন ক্রিকেটার: চলতি বছরের আইপিএল-এ বিরাটের ফর্ম ফিরে পাওয়াটা আমাকে যথেষ্ট স্বস্তি দিচ্ছে। শুধু তাই নয়, বিরাটের ব্যাটিং দেখেও আমি অন্যদের মত যথেষ্ট উচ্ছ্বসিত। কেননা, আমরা তো সাধারণত এই বিরাটকেই দেখতে অভ্যস্ত। অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন বিরাটকে এই আইপিএল-এ ফর্মে দেখা যাবে কি না! সত্যিই তাই। আমারও একটু সন্দেহ ছিল। কিন্তু যত দিন গড়িয়েছে বিরাট যেন আইপিএল-এ সেই পুরনো বিরাটকেই মনে করিয়ে দিচ্ছে। এক কথায় অসাধারণ পারফরম্যান্স।

দিল্লি ওর হোম টাউন। অরুন জেটলি স্টেডিয়ামের ২২ গজ কি রকম আচরণ করতে পারে তা বিরাটের নখদর্পণে। সেই সুযোগটা কাজে লাগিয়েই বিরাট আবার ঘরের মাঠে জ্বলে উঠলেন। শুধু তাই নয়, আরও একটা হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে গেলেন। এটাই দলের একজন সিনিয়র ক্রিকেটারের দায়িত্ব। অবশ্য সবার আগে দলকে ভালবাসতে হবে। না হলে জার্সির মর্যাদা রাখা যায় না।

বিরাটের পাশাপাশি আমি অবশ্যই প্রশংসা করব ক্রুণাল পাণ্ডিয়ার। আগের ম্যাচগুলিতে বিরাটের সঙ্গে জুটি বেঁধে দলের জেতার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন দেবদূত পাড়িক্কল বা রজত পাতিদাররা। এবার জ্বলে উঠলেন ক্রুণাল। এটাই তো একটা দলের টিম কম্বিনেশন হওয়া উচিত। আমার মনে হয় আরসিবি যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে ওদের অধরা আইপিএল ট্রফি এবার হয়তো ওদের ঘরে শোভা পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়।

অপর দিকে আর একটা দল আইপিএল-র মাঝ মরসুমে এসে নিজেদেরকে মেলে ধরতে শুরু করেছে। সেই দলটা হল মুম্বই ইন্ডিয়ান্স। বাণিজ্যনগরীর এই দলটির জেগে ওঠার অন্যতম কারণই হল বুমরার দলে ফিরে আসা। পাশাপাশি সূর্যকুমার ও রোহিতের ব্যাট হাতে রান পাওয়া। তিন ভারতীয় ক্রিকেটারই যেন মুম্বইয়ের হার্টথ্রব। বুমরা যেভাবে চোট সারিয়ে ফিরেই পারফর্ম করছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। পাশাপাশি সূর্য, রোহিতরা আছেনই। হার্দিকও আছেন। সুতরাং ছন্দ ফিরে পাওয়া মুম্বই যদি তা ধরে রাখতে পারে, তাহলে অনেকেরই ঘুম কেড়ে নেবে বলেই আমার মনে হয়।

সবশেষে বলি, রবিবার দিল্লির ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে যে বিতর্কে জড়াল এটা না করলেই ভাল করতেন। কেননা আর যাই হোক এটা কোহলির নামের পাশে সম্পূর্ণ বেমানান। মনে রাখতে হবে, রাহুল জাতীয় দলে ওর সতীর্থ। সুতরাং এমন আচরণ করব না, যাতে সতীর্থের সঙ্গে সম্পর্কের কোনও অবনতি ঘটে।

Related Articles