
The truth of Bengal: আগামী ৫ নভেম্বর ইডেনে ফের ম্যাচ । আর সেদিনই বিরাটের জন্মদিন । এলাহি আয়োজনে সেই জন্মদিন পালন করার কথা থাকলেও তার পালন করা হবে না । বিসিসিআইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, বিশ্বকাপের ম্যাচের মধ্যে বিরাটের জন্মদিন পালন করা যাবে না। তবে বিরাট মানেই দর্শকদের মধ্যে বিরাট উন্মাদনা ।বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে বিরাট কোহলির নাম অবশ্যই থাকবে । দেশ, পরিবেশ, প্রতিপক্ষ যাই হোক না কেন, ধারাবাহিকভাবে ব্যাট হাতে পারফর্ম করেছেন বিরাট কোহলি। গোটা বিশ্বজুড়ে তাঁর ভক্তসংখ্যার কমতি নেই। পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, সেখানে কোহলির ভক্ত না থাকাটাই অস্বাভাবিক।
তবে ইডেনে বিরাটের জন্মদিন পালন হবে না শুনে মন খারাপ। সমর্থকদের । শুধু কেক এবং বিশেষ স্মারক দেওয়া যাবে বিরাট কোহলিকে। তবে সেটা আলাদা করে কেক কাটিং সেরিমনি বা অনুষ্ঠান করা যাবে না। সিএবি চাইলে কেক এবং মেমেন্ট শুধুমাত্র ড্রেসিংরুমে পাঠিয়ে দিতে পারবে। বিরাট মানেই দর্শকের কৌতুহল দৃষ্টি । বিরাট কোহলি মাঠে থাকুক কিংবা মাঠের বাইরে। সকলের নজর যে সবসময় তাঁর দিকেই রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।বিরাটের জন্মদিন পালনে স্বার্থের সংঘাত দেখছে বিসিসিআই।
গোটা গ্যালারি বিরাট-উদযাপনে মাতলে সমস্যা হবে বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থার বিপণনে। স্পনসরদের কথা মাথায় রেখেই অনুমতি দিতে নারাজ ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। তাছাড়া দলের কোনও এক ক্রিকেটব্যক্তিত্বের জন্মদিন পালনে এমন আতিশয্যের আয়োজন হোক, চাইছেন না বোর্ড কর্তারা। সেটা বিরাট হলেও নয়।সবার প্রথমে পরিকল্পনা ছিল, প্রতিটি দর্শকের হাতে দেওয়া হবে কেক। তবে সেই পরিকল্পনা বাতিল করে পুলিশ। কারণ, হাতের কেক কোনও দর্শক মাঠে ছুড়ে দিলে আরেক কাণ্ড।শোনা গিয়েছিল প্রায় ৬৬ হাজার দর্শক বিরাটের মুখোশ পরে প্রাক্তন ভারত অধিনায়কের ৩৫ তম জন্মদিন পালন করবেন তবে ইডেন না মাতলেও বিরাট জন্মদিনে মাতবে গোটা দেশ ।
Free access