খেলা

ভক্তকে উপহার কোহলির

Virat Kohli

The Truth of Bengal: বিরাট কোহলিকে নিয়ে ভক্তদের উন্মাদনা সবসময় তুঙ্গে  থাকে।  তাঁর ভক্তরাও নানান রকম  আব্দার নিয়ে হাজির হয়। কখনও তাঁদের চাহিদা থাকে  কোহলির অটোগ্রাফ। বিরাটের বিরাট ভক্ত ভারত জুড়ে। থুরি দেশের গন্ডি পেরিয়েও তার চাহিদা বিদেশেও রয়েছে। আর এবার এক বিশেষ ছবি ধরা পড়ল । হুইলচেয়ারে বসা এক সমর্থক হাতে বিরাটের ছবি নিয়ে হাজির। নিজের হাতে একে নিয়ে এসেছেন সেই ছবি । বেশি সময় লাগেনি  প্রিয় নায়কের দৃষ্টি আকর্ষণ  করতে। বিরাটের কাছে যাওয়া যা তার কাছে বিশেষ  স্বপ্ন পূরণের দিন ছিল। সমর্থকের নাম শ্রীনিবাস। তিনি নিজের হাতে ধরা বিরাটের ছবি যেন অটোগ্রাফ চাইছিলেন । যা বুঝতে পারেন বিরাট নিজে থেকেই অটোগ্রাফ দেন ছবি গুলোতে । যা ভাইরাল হয়েছে ইতিমধ্যে। এর আগেও প্রিয় তারকাকে ভালোবাসা নিবেদনের একাধিক নজির রয়েছে। কিছুদিন আগেই এক  অনন্য ছবি ধরা পড়েছে।‌ বিরাট কোহলিকে ভালোবাসেন পাকিস্তানের এক  শিল্পী।

বিরাটকে ভালোবাসার জায়গা এমন পর্যায়ে পৌচেছে যে বালিতেই গড়েছেন বিরাট কোহলিকে। বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে বিরাট কোহলির নাম অবশ্যই থাকবে। দেশ, পরিবেশ, প্রতিপক্ষ যাই হোক না কেন, ধারাবাহিকভাবে ব্যাট হাতে পারফর্ম করেছেন বিরাট কোহলি। গোটা বিশ্বজুড়ে তাঁর ভক্তসংখ্যার কমতি নেই। পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, সেখানে কোহলির ভক্ত না থাকাটাই অস্বাভাবিক। কোহলির প্রতি তাঁর ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে এই  ভক্তের ভালোবাসা নজর কাড়ছে ।আন্তর্জাতিক ক্রিকেটে সম্প্রতি ১৫ বছর পার করেছেন বিরাট ।

বিরাট কোহলি শুধুমাত্র ভারতীয় দলের একজন ক্রিকেটার নন, তিনি নতুন প্রজন্মের কাছে একজন আদর্শ রোল মডেলও। সেই কারণেই বারবার তিনি আলোচিত হন। বারবার তাঁর কাজকর্ম নিয়ে বিতর্কের ছোঁয়া লেগে থাকে। আবার সাফল্যে উদ্বেলিত হন আসমুদ্র হিমাচল। সুতরাং কোহলি এক অন্যরকম ক্রিকেট ব্যক্তিত্ব, যাঁকে এক সফল ক্রিকেট সেবকও বলা যেতে পারে।বছর ১৯ এর ওই যুবক চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামের কাছে পৌঁছে গিয়ে  ছবিটা বুকের কাছে আঁকড়ে নিয়ে বসেছিলেন । উনিশ বছরের বিশেষ ভাবে সক্ষম শ্রীনিবাস। যদি প্রিয় নায়কের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে।

Free Access

Related Articles